![সাবেক সাংসদ মোশারফ হোসেনের মৃত্যুবার্ষীকিতে মিলাদ ও দোয়া মাহফিল](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/08/18/capture_abnews1_95344.jpg)
সোনাগাজী (ফেনী), ১৮ আগস্ট, এবিনিউজ : ফেনী-৩ আসনের সাবেক সাংসদ মোশারফ হোসেনের মৃত্যুবার্ষীকিতে সোনাগাজী উপজেলা যুবদলের আয়োজনে মিলাদ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার বাদ আছর পৌরসভার কেন্দ্রীয় জামে মসজিদে উপজেলা যুবদলের সাধারন সম্পাদক খুরশিদ আলমের সার্বিক পৃষ্ঠপোষকতায় মিলাদ ও দোয়ার মাহফিলে উপস্থিত ছিলেন, সোনাগাজী পৌর বিএনপির সাবেক সভাপতি আলা উদ্দিন গঠন, উপজেলা ছাত্রদের সাবেক সভাপতি সৈয়দ আলম ভূইয়া, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক নাছির উদ্দিন মিষ্টার।
আরো উপস্থিত ছিলেন, পৌর ছাত্রদলের সভাপতি নিজাম উদ্দিন, জেলা ছাত্রদলের যুগ্নসম্পাদক মাঈন উদ্দিন, সৌদি আরবের হাপার আল বাতেন প্রদেশের বিএনপির সহসভাপতি রহিম উল্যাহ, উপজেলা যুব দলের যুগ্ন-সাধারন সম্পাদক ইকবাল হোসেন, পৌর যুবদলের সাধারন সম্পাদক মোস্তফা ওয়াদুদ, পৌর যুবদলের সহ-সভাপতি খুরশিদ আলম, উপজেলা শ্রমিক দলের সাবেক সাধারন সম্পাদক ইসমাঈল মেম্বার, উপজেলা ছাত্রদলের যুগ্ন-আহবায়ক জসিম উদ্দিন, নুর আহমদ শিমুল ইমরান হোসেন ছাড়াও উপজেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী।
মিলাদ মাহফিল শেষে মরহুম সাংসদ মোশারফ হোসেনের আত্মার মাঘফেরাত কামনা করে মোনাজাত করা হয়।
এবিএন/রিপন/জসিম/এমসি