সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২
logo

প্রথমবারের মত ব্রিটিশ হাই কোর্টে বাংলাদেশি বংশোদ্ভূত বিচারক

প্রথমবারের মত ব্রিটিশ হাই কোর্টে বাংলাদেশি বংশোদ্ভূত বিচারক

ঢাকা, ১৯ আগস্ট, এবিনিউজ : বাংলাদেশি বংশোদ্ভূত একজন ব্রিটিশ নাগরিক প্রথমবারের মত যুক্তরাজ্যের হাই কোর্টে বিচারক হিসেবে নিয়োগ পেয়েছেন। যুক্তরাজ্যের বিচার বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে শুক্রবার জানানো হয়, হাই কোর্টের বিচারপতি হিসেবে আখলাকুর রহমান চৌধুরী কিউসির নিয়োগ রানী এলিজাবেথ অনুমোদন করেছেন। আগামী ২ অক্টোবর থেকে এই নিয়োগ কার্যকর হবে। হাই কোর্টের ডেপুটি বিচারক হিসাবে দায়িত্ব পালন করে আসা আখলাকুর রহমান চৌধুরী এখন থেকে পরিচিত হবেন বিচারপতি চৌধুরী হিসেবে।

এর আগে বাংলাদেশি বংশোদ্ভূত সপ্নারা খাতুন যুক্তরাজ্যের ক্রাউন কোর্ট ও ফ্যামিলি কোর্ট বিচারক হিসেবে নিয়োগ পেলেও আখলাকুর রহমান চৌধুরীই হচ্ছেন ব্রিটিশ হাই কোর্টের প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত বিচারক।

স্কটল্যান্ডের গ্লাসগোর কমিউনিটি নেতা রেস্তোরাঁ ব্যবসায়ী প্রয়াত আজিজুর রহমান চৌধুরীর ছেলে আখলাকের জন্ম হ্যাম্পশায়ারে। স্ত্রী সফিনা ও তিন সন্তানকে নিয়ে তিনি লন্ডনে বসবাস করছেন।

এবিএন/জনি/জসিম/জেডি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত