![মারমা ঐক্য পরিষদের খাগড়াছড়ি সদর উপজেলা শাখার কমিটি ঘোষণা](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/08/19/khagrachari marma yakaya parisad sader thana cometi pic1, 18-08-2017_95435.jpg)
খাগড়াছড়ি, ১৯ আগস্ট, এবিনিউজ : খাগড়াছড়ি পার্বত্য জেলায় সদর উপজেলা শাখা মারমা ঐক্য পরিষদ ৫১সদস্যের কমিটি ঘোষণা করা হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১১টায় গোলাবাড়ী মহিলা কলেজ সংলগ্ন নিজস্ব ভবনে সদর উপজেলা শাখা কমিটি ঘোষণা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মারমা ঐক্য পরিষদে প্রতিষ্ঠাতা ¤্রাসাথোয়াই মারমা।
সদর উপজেলা নব গঠিত কমিটি সভাপতি পটু মারমা সভাপতিত্বে মারমা ঐক্য পরিষদ জেলা কমিটি সহ-সাংগঠনিক সম্পাদক থোয়াইহ্লাপ্রু মারমা সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কংজপ্রু মারমা, স্থায়ী কমিটি সদস্য মংমংশৈ মাষ্টার, বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ সাবেক সাধারণ সম্পাদক আচিং চৌধুরী, সদর উপজেলা কমিটি সাবেক সভাপতি রাপ্রু মারমাসহ সদর উপজেলা নব গঠিত কমিটি সাধারণ সম্পাদক চাইহ্লাপ্রু মারমা প্রমুখ।
বাংলাদেশ মারমা ঐক্য পরিষদে সভাপতি কংচারী মাষ্টার অনুমোদিত খাগড়াছড়ি সদর উপজেলা শাখা কমিটির ৫১সদস্য বিশিষ্ট ঘোষণা করেন বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কংজপ্রু মারমা।
কমিটির অপর নেতৃবৃন্দরা হলেন, সিনিয়র সহ-সভাপতি আম্যে মারমা, সহ-সভাপতি সাথং মারামা ও অংগ্যজাই মারমা, সাধারণ সম্পাদক চাইহ্লাপ্রু মারমা, যুগ্ম সাধারণ সম্পাদক মংসানাই মারমা সহ-সম্পাদক মংসাই ও অংগ্য মারমা, সাংগঠনিক সম্পাদক সানাইউ মারমা, সহ-সাংগঠনিক সম্পাদক অংগ্য মারমা(২)ও রিম্রাধু মারমা ও ক্যজরী মারমা।
তথ্য প্রচার বিষয়ক সম্পাদক চঅং মারমা, সহ-তথ্য প্রচার বিষয়ক সম্পাদক অংক্যচিং মারমা, দপ্তর সম্পাদক থোয়াইঅংগ্য মারমা, অর্থ সম্পাদক উষারা মারমা, শিক্ষা ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক উলাপ্রু মারমা, আইন পরিকল্পনা বিষয়ক সম্পাদক কান্দি মারমা, মহিলা বিষয়ক সম্পাদিকা সুইউক্রা মারমা, সহ মহিলা বিষয়ক সম্পাদিকা রুইপাইং মারমাসহ ২২জন কার্য নির্বাহী সদস্য।
বাংলাদেশ মারমা ঐক্য পরিষদে প্রতিষ্ঠাতা ম্রাসাথোয়াই মারমার বক্তব্যে বেেলন, মারমা জাতিরা চাকুরি, শিক্ষা ও ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে সবচেয়ে পিছিয়ে আছে। মারমা সমাজে শিখরে জাতিতে উন্নতি করতে হলে সংগঠন কর্মীকে ঐক্যবদ্ধ হতে হবে। তাই সকল কর্মীকে মারমা ঐক্য পরিষদ সংগঠনকে সাংগঠনিক শক্তিশালী করা আহ্বান জানান। তিনি আরো বলেন মারমা ঐক্য পরিষদ সংগঠনটি ২০০১খ্রি: সালে প্রতিষ্ঠাতা পর অনেক সমস্যা ঝরজরিত ছিল। এখন সমস্যা সমাধান করে সংগঠনটি পাড়া-মহল্লা পর্যন্ত প্রান্তিক পর্যায় কমিটি গঠন করা হয়েছে এবং অক্টোবর ও নভেম্বর দুই মাস কর্মী সংগ্রহ অভিযান সফল করতে সকলে সহযোগীতা কামনা করেন।
এবিএন/চাইথোয়াই মারমা/জসিম/রাজ্জাক