![লাউয়াছড়ায় ট্রেনে কাটা পড়েছে বিশালাকৃতির অজগর](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/08/19/abnews-24.com-a_95445.jpg)
শ্রীমঙ্গল, ১৯ আগস্ট, এবিনিউজ : মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় পার্কের অভ্যন্তরে ট্রেনে কাটা পড়ে মারা গেল বিরল প্রজাতির একটি বিশালাকৃতির অজগর। অজগরটি দৈর্ঘ্যে প্রায় দশ ফুট। একটি সূত্র জানায়, লাউয়াছড়া জাতীয় পার্কের বাঘমারা এলাকায় রেললাইনে গতকাল শুক্রবার দুপুর ১২টার দিকে মৃত অজগরটিকে দেখতে পান এলাকাবাসী।
এ বিষয়ে যোগাযোগ করা হলে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের শ্রীমঙ্গলের সহকারী বন সংরক্ষক (এসিএফ) তবিবুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমি শুক্রবার দুপুরের দিকে ঘটনাটি শুনেছি। পৃথিবীর দ্বিতীয় ও ভারী সরীসৃপ অজগর। এরা আমাদের দেশের সিলেট এবং চট্টগ্রামের বিভিন্ন চির সবুজ বন বা জঙ্গলে বিচরণ করে। মূলত এরা নিশাচর প্রাণী, তবে দিনের বেলাতে স্যাঁতস্যাঁতে জায়গায় এদের দেখা যায়। সহকারী বন সংরক্ষক তবিবুর রহমান জানান, গত কয়েকমাসে লাউয়াছড়ায় ট্রেনে কাটা পড়ে বেশকিছু বন্যপ্রানী মারা গেছে। এরমধ্যে দুইটি মায়া হরিণ, একটি শঙ্খিনী, একটি দাঁড়াশ, একটি অজগর রয়েছে।
এবিএন/আতাউর রহমান/জসিম/তোহা