শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

মুন্সীগঞ্জে সাংবাদিকদের কলম বিরতি

মুন্সীগঞ্জে সাংবাদিকদের কলম বিরতি

মুন্সিগঞ্জ, ১৯ আগস্ট, এবিনিউজ : দৈনিক সভ্যতার আলোর সম্পাদক ও দৈনিক জনকন্ঠের স্টাফ রিপোর্টার মীর নাসির উদ্দিন উজ্জ্বলের উপর হামলা কারীদের গ্রেফতারের দাবীতে মুন্সীগঞ্জ সে ক্লাবের কলম বিরতি কর্মসূচি পালিত হয়েছে।

শুক্রবার (সন্ধ্যা ৭টায় চার ঘন্টা কলম বিরতি শেষে প্রেস ক্লাবের শফিউদ্দিন মিলনায়তনে কলম বিরতি ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এসময় সাংবাদিকসহ সুধী সমাজের ব্যাক্তিবর্গ ও রাজনৈতিক প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

মুন্সীগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি রাসেল মাহমুদের সভাপতিত্বে এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সহ-সভাপতি বাছির উদ্দিন জুয়েল, সুজন হায়দার জনি, সাধারণ সম্পাদক ভবতোষ চৌধুরী নুপুর, ক্রীড়া সম্পাদক শিহাবুল হাসান, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সি এম তানজিল হাসান, সেরাজাবাদ রানা শফিউল্লাহ কলেজের প্রভাষক মোঃ জুনায়েদ, মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থা (ঢাকা) যুগ্ম মহাসচিব (প্রশাসন) কাজী এম রহমান জীবন, কালের ছবির সভাপতি ও সাংবাদিক আনমনা আনোয়ার, নজরুল ইসলাম ছোটন, সোনারং টংগীবাড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক স্বপন মাঝি।

এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক দৈনিক সংবাদের জেলা প্রতিনিধি মাহাবুব আলম লিটন, দৈনিক করতোয়ার জেলা প্রতিনিধি ও শীর্ষসংবাদবিডিডটকম এর সম্পাদক আতিকুর রহমান টিপু, কাজী কাউসার, দৈনিক কালবেলার জেলা প্রতিনিধি ও শীর্ষসংবাদবিডিডটকম এর নির্বাহী সম্পাদক মো: রুবেল, আবু হানিফ রানা, রাজিবুল হাসান, নাদিম মাহমুদ, আহসান হাবিব, মোঃ মাসুদ, পঞ্চসার ইউনিয়নের যুবলীগ নেতা আমিনুর রহমান আমিন, আদর গোপাল নন্দি, দেবাঞ্জন ঘোষ মন্ডল, পলাশ দাস প্রমুখ।

পুলিশের আসামী ধরতে নিরব ভুমিকার তীব্র সমালোচনা করেন। তারা অতি শ্রীঘ্যই সাংবাদিকের উপর হামলার প্রতিবাদ জানিয়ে দোষীদের আইনের আওতায় আনার দাবী জানান।এছাড়া স্মারক লিপি প্রদান ও মানববন্ধনসহ কঠোর আন্দোলনের কর্মসূচি গ্রহণ করবেন বলে ঘোষণা দেন

এবিএন/আতিকুর রহমান টিপু/জসিম/ইমরান

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত