শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • বঙ্গবন্ধুকে হত্যা করে মুক্তিযুদ্ধের চেতনাকে বিনাশ করা খুনিদের উদ্দেশ্য ছিল : ড. সৈয়দ আনোয়ার হোসেন

বঙ্গবন্ধুকে হত্যা করে মুক্তিযুদ্ধের চেতনাকে বিনাশ করা খুনিদের উদ্দেশ্য ছিল : ড. সৈয়দ আনোয়ার হোসেন

বঙ্গবন্ধুকে হত্যা করে মুক্তিযুদ্ধের চেতনাকে বিনাশ করা খুনিদের উদ্দেশ্য ছিল :  ড. সৈয়দ আনোয়ার হোসেন

রাজবাড়ী, ১৯ আগস্ট, এবিনিউজ : রাজবাড়ীতে মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, গোয়ালন্দ মহকুমা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক ও সাবেক গন পরিষদ সদস্য মরহুম কাজী হেদায়েত হোসেনের ৪১ তম শাহাদাৎ বার্ষিকীতে ঢাকা বিশ্ব বিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক বিশিষ্ট চিন্তাবিদ ড. সৈয়দ আনোয়ার হোসেন এ কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে ড. সৈয়দ আনোয়ার হোসেন, বলেন, যারা ১৯৭৫ এর ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে হত্যা করে ছিলো তাদের উদ্দেশ্য ছিলো বাংলাদেশকে হত্যা করা, মুক্তিযুদ্ধের চেতনাকে বিনাশ করতে কিন্তু তারা পারেনি।তিনি বলেন মজিব বিহীন বাংলাদেশ বাস্তবে অস্তিত্বহীন কথাটা কতদূর সত্য ৭৫ থেকে ৯৬-২০০১ থেকে ৭ বাংলাদেশ-বাংলাদেশ ছিলো না।এউপলক্ষে জেলা আওয়ামী ও পৌর আওয়ামীলীগের উদ্যোগে বিভিন্ন কর্মসুচী পালিত হয়েছে।

শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ১৮আগষ্ট শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে জেলা আওয়ামী লীগ ও সকালে পৌর আওয়ামী লীগ দলীয় কার্যালয়ের সামনে দলীয় ও কালো পতাকা উত্তলন এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মরহুম কাজী হেদায়েত হোসেনের প্রতিকৃতিতে পুষ্প মাল্য অর্পন করে। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অতিথি ছিলেন, ঢাকা বিশ্ব বিদ্যালয়ের উইমেন্স এন্ড জেন্ডার স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. তানিয়া হক।

এ সময় সাবেক গন পরিষদ সদস্য ও গোয়ালন্দ মহকুমা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক মরহুম কাজী হেদায়েত হোসেনের বড় ছেলে রাজবাড়ী ১ আসনের সাংসদ কাজী কেরামত আলী, মেজ ছেলে জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক কাজী ইরাদত আলী।

জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ফকির আব্দুল জব্বারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হোদায়েত আলী সোহরাব, পৌর মেয়র মোহাম্মদ আলী চৌধুরী, জেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এসএস নওয়াব আলী, জেলা জাতীয় পার্টির সভাপতি এ্যাডঃ খন্দকার হাবিবুর রহমান বাচ্চু, জেলা ওয়াকার্স পার্টির সাধারণ সম্পাদক এ্যাডঃ রেজাউল করিম রেজা বক্তব্য রাখেন।

পরে অনুষ্ঠিত হয় মিলাদ ও দোয়া মাহফিল।

এ উপলক্ষে শুক্রবার সকালে রাজবাড়ী পৌর আওয়ামীলীগের উদ্যোগে শোক র্যা লী করা হয়। র্যা লীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক গন পরিষদ সদস্য মরহুম কাজী হেদায়েত হোসেনের সমাধীতে পুষ্পমাল্য অর্পন করা করনে নেতাকর্মীরা।

এবিএন/খন্দকার রবিউল ইসলাম/জসিম/ইমরান

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত