
ঝালকাঠি, ২০ আগস্ট, এবিনিউজ : ঝালকাঠিতে ডাকাত সন্দেহে স্থানীয় জনতার হাতে আটক বরিশাল আর্মড পুলিশ ব্যাটালিয়নের দুই সদস্য কে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গত ১৯ আগষ্ট শনিবার বরিশাল আর্ডম পুলিশ ব্যাটালিয়ান কমান্ডেন্ট অফিসার আবু নাসের মো. খালেদ এ বরখাস্তাদেশ দিয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানাগেছে। শনিবার রাত সাড়ে ৭টায় বরিশাল আর্ডম পুলিশ ব্যাটালিয়ান কমান্ডেন্ট অফিসার আবু নাসের মো. খালেদ জানান, তাদের ২ আর্ডম পুলিশ সদস্যের বিরুদ্ধে প্রাথমিক অভিযোগের সত্যতা পাওয়ায় বরখাস্ত করা হয়েছে। একই সাথে কোন প্রকার অফিস আদেশ বা কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে কেনো, কি কারনে তারা উক্ত স্থানে গিয়েছিল তা তদন্ত করে দেখা হচ্ছে। বিস্তারিত তদন্ত পূর্বক তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে’।
এবিএন/আজমীর হোসেন তালুকদার/জসিম/নির্ঝর