![আগৈলঝাড়ায় জাতীয় শোক দিবসের আলোচনা সভা ও মিলাদ অনুষ্ঠিত](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/08/20/agailjhara_abnews1_95653.jpg)
আগৈলঝাড়া (বরিশাল), ২০ আগস্ট, এবিনিউজ : বরিশালের আগৈলঝাড়া উপজেলার রাজিহার ও বাকাল উইনিয়নে ৪২তম জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা, দোয়া মিলাদ ও কাঙ্গালী ভোজ অনুষ্ঠিত হয়েছে।
রাজিহার ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আজ রবিববার দুপুরে বাশাইল শহীদ সুকান্ত আবদুল্লাহ কলেজ হলরুমে রাজিহার ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি বিজয় কৃষ্ণ রায়ের সভাপতিত্বে শোক দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা আ. রইচ সেরনিয়াবাত, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ও রাজিহার ইউপি চেয়ারম্যান ইলিয়াস তালুকদার, উপজেলা যুবলীগ সভাপতি সাইদুল সরদার, গৈলা ইউপি চেয়ারম্যান সোয়েব ইমতিয়াজ লিমন, বাকাল ইউপি চেয়ারম্যান বিপুল দাস, ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এসএম হেমায়েত উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান হওলাদারসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
পরে ১৫ আগস্ট জাতির পিতার সাথে শহীদ আব্দুর রব সেরনিয়াবাতসহ সকল শহীদদের রুহের মাগফেরাত কামণায় দোয়া ও মিলাদ শেষে কাঙ্গালী ভোজ অনুষ্ঠিত হয়েছে।
অন্যদিকে বাকাল ইউনিয়ন আওয়ামী লীগ ও ইউনিয়ন পরিষদের উদ্যোগে গতকাল শনিবার বাকাল হাটের টলঘরে ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মৃণাল কান্তি জয়ধরের সভাপতিত্বে ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে শোক দিবসের আলোচনা সভা, দোয়া ও মিলাদ শেষে কাঙ্গালী ভোজ অনুষ্ঠিত হয়েছে।
বাকালে আলোচনা সভায় বক্তব্য রাখেন, বরিশাল জেলা আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা আ. রইচ সেরনিয়াবাত, বরিশাল জেলা পরিষদ সদস্য পেয়ারা ফারুক বখতিয়ার, উপজেলা আওয়ামী লীগ সাবেক সাধারণ সম্পাদক যতীন্দ্র নাথ মিস্ত্রী, উপজেলা ভাইস চেয়ারম্যান জসীম সরদার, উপজেলা আওয়ামী লীগ নেতা অপূর্ব লাল হালদার, গিয়াস উদ্দিন মোল্লা, এআর ফারুক বখতিয়ার, ইউপি চেয়ারম্যান সোয়েব ইমতিয়াজ লিমন, বিপুল দাস, শহীদ পাইক, এচাহাক পাইক, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক অনিমেষ মন্ডল, উপজেলা ছাত্রলীগ সভাপতি মিন্টু সেরনিয়াবাত, সাধারণ সম্পাদক জাকির পাইক প্রমুখ নেতৃবৃন্দ।
এবিএন/অপূর্ব/জসিম/এমসি