সোমবার, ০৪ আগস্ট ২০২৫, ২০ শ্রাবণ ১৪৩১
logo

লামা থেকে নিখোঁজ ব্যবসায়ীর লাশ উদ্ধার

লামা থেকে নিখোঁজ ব্যবসায়ীর লাশ উদ্ধার

বান্দরবান, ২০ আগস্ট, এবিনিউজ : বান্দরবান পার্বত্য জেলার লামা উপজেলার ফাসিয়াখালী ইউনিয়নের রাঙ্গা ঝিরিথেকে নিখোঁজ রাবার ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে চকরিয়া থানার পুলিশ। গতকাল শনিবার রাতে চকরিয়ায় একটি ধানক্ষেতে লাশটি পাওয়াগেছে। নিহত ব্যবসায়ীর নাম মোজাহের মিয়া (৩৬)।

বান্দরবানের লামা উপজেলার ফাসিয়াখালী ইউনিয়নের রাঙ্গার ঝিরি এলাকায় তার স্থায়ী বাড়ি। গত বৃহস্পতিবার মোজাহের মিয়া রাবার বিক্রির টাকা আদায় করতে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয়েছে বলে জানিয়েছে তার পরিবারের সদস্যরা।

ফাসিয়াখালী ইউনিয়নের চেয়ারম্যান জাকির হোসেন মজুমদার জানান, গত বৃহস্পতিবার সাপের ঘেড়া এলাকার রাঙ্গার ঝিরির রাবার ব্যবসায়ী মোজাহের মিয়া নিখোঁজ হন। পরে তার পরিবার অনেক খোঁজাখুঁজি করেও সন্ধান পায়নি।

পরে চকরিয়ার খুটাখালী এলাকায় ধানক্ষেত থেকে তার উদ্ধার করে পুলিশ লাশটি মোজাহেরের বলে জামা-কাপড় ও পায়ের জুতা দেখে তার স্ত্রী সাবেকুন্নাহান লাশ সনাক্ত করেন। মোজাহের মিয়ার স্ত্রী বলেন তার স্বামীর কোনো শত্রু ছিল না। বিভিন্ন সময়ে তবলীগের জামায়াতেও যেতেন বলে জানান তিনি।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, মোজাহের হত্যার রহস্য উদঘাটনে পুলিশ চেষ্টা চারিয়ে যাচ্ছে ও লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার হাসপাতালে পাঠানো হয়েছে।

এবিএন/রহিম/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত