বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • জামালপুর-২ আসনে আ’লীগে একাধিক, বিএনপি ও জাপার একক প্রার্থী

জামালপুর-২ আসনে আ’লীগে একাধিক, বিএনপি ও জাপার একক প্রার্থী

জামালপুর-২ আসনে আ’লীগে একাধিক, বিএনপি ও জাপার একক প্রার্থী

জামালপুর, ২০ আগস্ট, এবিনিউজ : যতই দিন ঘনিয়ে আসছে ততই ১১তম জাতীয় সংসদ নির্বাচনের কথা জোরাল হচ্ছে। সারাদেশের ন্যায় জামালপুর-২ ইসলামপুর আসনে দলীয় মনোনয়েনের আলোচনা-সমালোচনা হচ্ছে সর্বত্রই।

সবমিলিয়ে এবারের নির্বাচনে বিএনপি’র একক ও আওয়ামীলীগের একাধিক প্রার্থীর পক্ষে প্রচারণা ও গণসংযোগ চলছে সমান তালে। সম্ভাব্য প্রার্থীদের ব্যানার-ফেস্টুন, সাইনবোর্ড ও পোষ্টারে ছড়াছড়িতে এলাকা রাঙ্গিয়ে ফেলেছে। অনেকেই দলীয় মনোয়ন নিশ্চিত করতে স্বস্ব নির্বাচনী এলাকার গণসংযোগ ও দলের কেন্দ্রিয় পর্যায়ে লবিং শুরু করেছেন।

এক হিসেবে দেখাগেছে, স্বাধীনতার পর এ আসনে আওয়ামীলীগ আট বার, বিএনপি একবার এবং জাতীয় পার্টি (এরশাদ) এর প্রার্থী একবার এমপি নির্বাচিত হয়েছেন। আ’লীগের সাবেক ভুমিমন্ত্রী-কৃষকলীগ নেতা আলহাজ রাশেদ মোশারফ ৫ বার, ফরিদুল হক খান দুলাল ২ বার, বিএনপির সুলতান মাহমুদ বাবু ২ বার এবং জাতীয় পার্টির অসাদুল্লাহ পাহলোয়ান ১ বার নির্বাচিত হন।

এই আসনটি আওয়ামী লীগের ঘাটি বলে খ্যাত। আওয়ামী লীগের সম্ভাব্য তিনজন প্রার্থীর নাম শোনা যায়। এরা হলেন বর্তমান এমপি ফরিদুল হক দুলাল, মহিলা এমপি ও রাষ্ট্রপতি মরহুম খালেদ মোশারফের মেয়ে মাহজাবিন খালেদ বেবী ও শিল্পপতি আলহাজ শাহজাহান আলী মন্ডল।

বঙ্গবন্ধু হত্যার প্রথম প্রতিবাদকারী ও সাবেক রাষ্ট্রপতি হিসেবে মাহজাবিন খালেদ বেবী এমপি’র বিষয়টি মানুষ ও দলীয়ভাবে ভিন্নভাবে দেখছেন। তিনিও মাঠ চষে বেড়াচ্ছেন। ইতোমধ্যেই তিনি জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন কর্মকান্ড প্রচারণায় মাঠে ময়দানে ভিন্নমাত্রার প্রচারণা চালিয়ে চমক সৃষ্টি করেছেন।

বেবি নিজেকে মহিলা হিসেবে সফল এমপি বলে মনে করছেন। মাহজাবিন খালেদ ইসলামপুর উপজেলা আওয়ামীলীগের দলের প্রবীণ ও ত্যাগীনেতাকর্মীসহ সকল নেতাকর্মীদের সমন্বয়ে আওয়ামীলীগের নৌকার পালে হাওয়া তুলেছেন। আবার দুলাল এমপি’র সাথে জামালপুরের একমাত্র মন্ত্রী ও অভিজ্ঞ সম্পন্ন নেতা মির্জা আজমের সাথে সখ্যতার কারণে লবিংএ দুলাল এমপি’র পাল্লাভারীতে সহায়তার কথাও আলোচিত হচ্ছে।

তবে অভিজ্ঞ মহলের ধারণা সমর্থন ও গ্রহণযোগ্যতার প্রশ্নে বেবির প্রতি আ’লীগ ও সাধারণ মানুষের দুর্বলতার প্রশ্নে নির্বাচনী মাঠ কব্জায় নেয়ার সম্ভানাই বেশী হতে পারে বলেও আলোচিত হচ্ছে। এই ক্ষেত্রে মির্জা আজমের অতিত ইতিহাস থেকে একটা বিষয় পরিস্কার; অবস্থানের বিষয়টি মূল্যায়ন করলে দেখা যাবে, মির্জা আজম রাজনৈতিক মঞ্চে এত প্রভাবশালী ও ত্যাগী নেতা হিসেবে রাশেদ মোশারফের মতো লোককেও ছাড় দেননি।

একই সাথে সবচেয়ে ছোট বয়সের একজন পার্লামেন্টিয়ার মেম্বার হিসেবে বিএনপির মহাসচিব ও প্রভাবশালী আরেক নেতা ব্যরিস্টার সালাম তালুকদারকেও কাবু করতে রাজনৈতিক ছাড় দেননি।

ফলে এই সালাম তালুকদারের ইস্যুই আ’লীগে মির্জা আজমকে হাইলাইট করেছে। সেই হিসেবে বেবিকে মনোনয়ন দেয়া হলে তিনি পাশও করবেন এবং মন্ত্রী পরিষদে স্থান পাবেন বলেও আলোচিত হচ্ছে। জেলার রাজনীতিতে শীর্ষপর্যায়ে কিংবা মন্ত্রী পরিষদে স্থান দখলের বিষয়টি ভিন্নখাতে যেতে পারে। তখন মির্জা আজমের মূল্যায়ন এবং বেবির মূল্যায়নে তালগোল পাকতে পারে। সেই হিসেবে আন্ডারগ্রাউন্ডে মির্জা আজমের সমর্থনেরও একটি প্রভাব বিস্তারে কলকাঠি নাড়াচাড়ার সম্ভাবনাকেও উড়িয়ে দেয়া যায় না।

তবে দুলাল এমপি’র অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এলাকার উন্নয়নের প্রশ্নে শেখ হাসিনার অতি আস্থাভাজন হয়েছেন। আবারো নির্বাচিত হলে দুলালেরও মন্ত্রী পরিষদে স্থান নাহলেও মির্জা আজমকে ডিঙ্গিয়ে যেতে পারেন। তখন জামালপুর আ’লীগে মির্জা আজমের একক রাজত্বের হাওয়ায় ধাক্কা লাগতে পারে। এতে মির্জা আজম ভেবে চিন্তে পা ফেলতে পারেন। তা নাহলে মির্জা আজমের রাজত্বে হীতে বিপরীত ফল ভোগ করা লাগতে পারে।

অপরদিকে এ আসনে বিএনপির সম্ভাব্য একক প্রার্থীর হিসাবে সাবেক এমপি সুলতান মাহমুদ বাবু মাঝে মধ্যেই ঢাকা থেকে এলাকায় এসে সাংগঠনিক কার্যক্রম ও গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। বিগত জোট সরকার আমলে তিনি ইসলামপুরের অসংখ্য রাস্তাাঘাট,ব্রীজ-কালভার্ট ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন করায় এলাকার সাধারণ ভোটারের মধ্যে তার গ্রহণযোগ্যতা রয়েছে।

এছাড়াও আগামী নির্বাচনে বিশ দলীয় জোটের প্রধান শরিক জামায়াতে ইসলামীর কেন্দ্রিয় নেতা মৌলানা সামিউল হক ফারুকী প্রার্থী হওয়ার জন্য জোর চেষ্টা করছেন বলে দলটির একাধিক সুত্রে জানাগেছে। তবে তার নাম শুনা গেলেও তিনিও মাঠে নেই।

অন্যদিকে, জাতীয় পার্টি (এরশাদ) থেকে এ আসনে সম্ভাব্য প্রার্থী হিসাবে জিল্লুর রহমান বিপুর নাম শুনা যাচ্ছে। দলে কোন বিকল্প প্রার্থী নাথাকায় মনোনয়ন প্রশ্নে তিনিই একমাত্র প্রার্থী হবার সম্ভাবনা।

এবিএন/জামাল/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত