![সিংগাইরে মমতাজ টুটুল দুইগ্রুপের শোকসভা আয়োজন নিয়ে উত্তেজনা](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/08/20/momtaj_abnews_95698.jpg)
মানিকগঞ্জ, ২০ আগস্ট, এবিনিউজ : মানিকগঞ্জ জেলার সিংগাইরে জনপ্রিয় কন্ঠশিল্পী ও আওয়ামী লীগের সংসদ সদস্য মমতাজ বেগম ও আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক দেওয়ান সফিউল আরেফিন টুটুল অনুসারীদের পৃথক ভাবে জাতীয় শোক দিবসের আলোচনা সভার আয়োজনকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দিয়েছে।
দুই গ্রুপের মাঝে সংঘর্ষের আশংকায় পুলিশ টুটুল গ্রুপের ৩ জনকে আটক করে ৫ ঘন্টা পর ছেড়ে দিয়েছে। আজ রবিবার দুপুরের দিকে উপজেলান ধল্লা ইউনিয়ন কাউন্সিল উচ্চ বিদ্যালয় মাঠ থেকে তাদের আটকের পর বিকেলে তাদের ছেড়ে দেয় পুলিশ। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
আটক হওয়া নেতারা হচ্ছেন, সিংগাইর উপজেলা আওয়ামী যুব লীগের সাবেক সহ-সভাপতি আব্দুল গাফফার খান (৪২), সাবেক সদস্য আব্দুস সামাদ (৪১) ও ধল্লা ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম (৩০)। এরা সবাই ধল্লা গ্রামের বাসিন্দা। আটককৃত সবাই টুটুল গ্রুপের অনুসারী বলে জানা গেছে।
উপজেলা আওয়ামী লীগের একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলা আওয়ামীলীগের বর্ধিত সভার সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২২ আগস্ট বিকেলে খাসেরচর মাহমুদিয়া মাদ্রাসা মাঠে জাতীয় শোক দিবসের আয়োজনের কথা ছিল। ধল্লা ইউনিয়ন আওয়ামীলীগ আয়োজিত ওই শোক সভায় মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য কন্ঠশিল্পী মমতাজ বেগম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
অপরদিকে, ২১ আগস্ট বিকেলে ধল্লা ইউনিয়ন কাউন্সিল উচ্চ বিদ্যালয় মাঠে সাবেক কেন্দ্রিয় আওয়ামীলীগ নেতা দেওয়ান সফিউল আরেফিন টুটুল অনুসারীরা মরহুম আজিমুদ্দিন মেম্বার স্মৃতি সংঘের ব্যানারে জাতীয় শোক দিবস ও ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে শোক সভার আয়োজনের সময় নির্ধারন করে। এতে প্রধান অতিথি হিসেবে দেওয়ান সফিউল আরেফিন টুটুলের উপস্থিত থাকার কথা ছিল।
টুটুলের আয়োজনের শোকসভা পন্ড করতে ধল্লা ইউনিয়ন যুবলীগ তাদের পূর্ব নির্ধাতি তারিখ পরিবর্তন করে ২১ তারিখেই একই দিনে আলোচনা সভা ডাকেন। অগামীকাল সোমবারের শোকসভার জন্য রবিবার সকাল থেকে একই মাঠের দু’প্রান্তে মঞ্চ তৈরি করতে জড়ো হন দুই গ্রুপের সদস্যরা। পরে দু’পক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়।
এ সময় সিংগাইর থানার এসআই গাজী মিজানুর রহমানের নেতৃত্বে পুলিশ টুটুল অনুসারী ৩ জনকে আটক করেন।
সিংগাইর থানার ওসি খোন্দকার ইমাম হোসেন জানান, দু’পক্ষ পাল্টাপাল্টি কর্মসূচী দেয়ায় উত্তেজনা ঠেকাতে ৩ জনকে আটক করে থানায় নিয়ে আসি। কিন্ত দুই পক্ষ মিমাংসা হওয়ায় তাদের ছেড়ে দেওয়া হয়েছে।
এবিএন/সোহেল/জসিম/এমসি