শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • জামালপুরের মেলান্দহে মুক্তিযোদ্ধার তালিকা প্রকাশ

জামালপুরের মেলান্দহে মুক্তিযোদ্ধার তালিকা প্রকাশ

জামালপুরের মেলান্দহে মুক্তিযোদ্ধার তালিকা প্রকাশ

জামালপুর, ২০ আগস্ট, এবিনিউজ : জামালপুরের মেলান্দহে মুক্তিযোদ্ধাদের যাচাই-বাছাই শেষে চুড়ান্তভাবে তালিকা প্রকাশ করেছে। আজ রবিবার বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলা নির্বাহী অফিসের দোতলা নোটিশ বোর্ডে এ তালিকা প্রকাশ করা হয়।

গত ১৭ আগস্ট ১৭ বাছাই কমিটির সভাপতি-জেলা কমান্ডার শফিকুল ইসলাম খোকা, সদস্য সচিব-ইউএনও জন কেনেডি জাম্বিল, জেলা কমান্ডার/প্রতিনিধি সদস্য আলী ইমাম দুলাল, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) প্রতিনিধি সদস্য সৈয়দ সাদরুজ্জামান বীর প্রতীক, কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের প্রতিনিধি সদস্য ইব্রাহিম আলী, মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের (মুবিম) প্রতিনিধি সদস্য-সাবেক মেলান্দহ উপজেলা কমান্ডার আলহাজ এস.এম. আব্দুল মান্নান এবং বর্তমান উপজেলা কমান্ডার আনোয়ার হোসেন স্বাক্ষরিত ০৫-০০.৩৯৬১.৪৫৫.৪০.০২.১৪-৫৪২(৭)নং স্মারকমূলে তালিকাটি প্রকাশ করেছে।

অনলাইনে আবেদনকৃত ১৩৪ জনের মধ্যে ৩৫ জনের আবেদন গ্রহণ এবং ৯৯ জনকে নামঞ্জুর করা হয়। ২১ জন সরাসরি আবেদন করে।

এদের মধ্যে ৩ জনকে রেখে বাকি ১৮ জনের আবেদন নামঞ্জুর করা হয়। লাল মুক্তিবার্তায় এবং অন্যান্য গেজেটধারী অভিযুক্ত ১০৮ জনের মধ্যে ২৮ জনের নাম বাতিলের সুপারিশ করার কথা বলা হয়েছে। বাছাইয়ে বাদ পড়া ২৮জনের তালিকা প্রকাশ করা হলেও বাকি ৮০জনের নাম তালিকায় প্রকাশ করা হয়নি।

এ ব্যাপারে বাছাই কমিটির সদস্য সচিব-ইউএনও জন কেনেডি জাম্বিলের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি জানান-তাদের নাম প্রকাশ করার দরকার নেই। কারণ তারা ভাতাভোগী।

এবিএন/জামাল/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত