
বান্দরবান, ২০ আগস্ট, এবিনিউজ : বান্দরবানে আজ রবিববার দুপুরে দুই শীর্ষ জঙ্গীকে আত্মসমর্পণের পর জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। জেলা ও দায়রা জজ আদালতের বিশেষ ট্রাইবুনাল-১ এর বিচারক এবং জেলা ও দায়রা জজ লামং এর আদালতের নির্দেশেই তাদেরকে কারগারে পাঠানো হয়েছে।
পুলিশ সুত্র ও আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো.জয়নাল অবেদীন বলেন, ২০১১ সালে সারাদেশে জঙ্গী ও সন্ত্রাসী বিরোধী অভিযান চলাকালে বান্দরবানেও এ অভিযান চলে। এ সময় জঙ্গী গোষ্ঠীর অন্যতম নেতা এবং বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সাময়িক বরখাস্তকৃত শিক্ষক শামীম মাহফুজ(৪১)ও তার সহযোগী মোহাম্মদ ইসমাইল(৩৬)বান্দরবান জেলার থানচি উপজেলার বলিপাড়া থেকে গ্রেফতার হয়েছিলেন। এই দুই জঙ্গী গ্রেফতার এবং বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্যসহ জঙ্গী সম্পৃক্ততার দলিলও উদ্ধার হয়েছিল।
হাইকোর্ট থেকে ২০১৪ সালে জামিনে মুিক্ত পায় তারা। এর পর থেকেই তারা পলাতক ছিলেন। বান্দরবানের বিশেষ ট্রাইবুনালে ওই সংক্রান্ত বিষয়ে মামলা বিচারাধীন ছিল। মামলা নং বিশেষ ট্রাইবুনাল- ১৫/১১ জিআর-৫৩/১১ এবং থানচি থানা মামলা নং-২, তারিখ- ২৯.৩/১১,সন্ত্রাস বিরোধী আইনের ৬(২)/১১ মুলে মামলা রয়েছে। একই মামলায় ফয়েজুর রহমান নামে আরও একজন জঙ্গী সহযোগী পলাতক রযেছেন।
এসব মামলার প্রেক্ষিতে ওই তিন জঙ্গীর বিরুদ্ধে বান্দরবানের বিশেষ ট্রাইবুনাল-১ এ মামলা চলমান ছিল। গত ১৩.৯.২০০১৭ ইং তারিখে মামলাগুলোর স্বাক্ষৗগ্রহণের দিন ধার্য্য ছিল। এর আগেই রোববার নথি উপস্থাপনের মাধ্যমে জঙ্গী নেতা শামীম মাহফুজ ও তার সহযোগী মোহাম্মদ ইসমাইল বান্দরবান জেলা ও দায়রা জজ আদালতের বিশেষ ট্রাইবুনাল-১ এ আত্মসমর্পণ করলে বিজ্ঞ বিশেষ ট্রাইবুনাল-১ এর বিচারক এবং জেলা ও দায়রা জজ লামং তাদের জামিন না মঞ্জুর করে কারগারে পাঠানোর নির্দেশ প্রদান করেন।
এবিএন/মোহাম্মদ আবদুর রহিম/জসিম/রাজ্জাক