![গ্রেনেড হামলার বিচারের দাবিতে বেরোবিতে নীল দলের মানববন্ধন](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/08/21/abnews-24.bbb_95846.jpg)
বেরোবি (রংপুর), ২১ আগস্ট, এবিনিউজ : ২০০৪ সালের ২১ আগস্ট বাংলাদেশ আওয়ামী লীগের জনসভায় ভয়াবহ গ্রেনেড হামলার সাথে জড়িত ঘাতকদের বিচারকার্য দ্রুত সম্পন্ন করার দাবিতে মুক্তিযুদ্ধ ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর চেতনা, আদর্শ ও মূল্যবোধে উজ্জীবিত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের সংগঠন নীল দলের ব্যানারে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। আজ সোমবার সকাল ১১:৩০ মিনিটে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের শেখ রাসেল চত্বরে আয়োজিত এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। কর্মসূচির শুরুতেই ২১ আগস্ট গ্রেনেড হামলায় শহীদ আওয়ামী লীগ নেত্রী আইভি রহমানসহ ২৪ জনের আত্মার মাগফিরাত কামনা করে নিরবতা পালন করা হয়। মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন লোকপ্রশাসন বিভাগের শিক্ষক জুবায়ের ইবনে তাহের, অর্থনীতি বিভাগের শিক্ষক মো: বেলাল উদ্দিন, বাংলা বিভাগের শিক্ষক ড. তুহিন ওয়াদুদ, নীল দলের সাধারণ সম্পাদক আপেল মাহমুদ এবং সভাপতি ড. শফিক আশরাফ।
মানববন্ধনে নীল দলের সাধারণ সম্পাদক আপেল মাহমুদ বলেন, সারাদেশে সিরিজ বোমা হামলার প্রতিবাদে আয়োজিত আওয়ামী লীগের কর্মসূচিতে গ্রেনেড হামলা করে বাংলাদেশকে তালেবান রাষ্ট্রে পরিনত করার যে অপপ্রয়াস চালানো হয়েছিল, জনগনের প্রতিরোধে সেদিন তা সফল হয়নি। কিন্তু ৭১ এর শত্রু ৭৫ এর ঘাতকেরা থেমে নেই। তারা একের পর এক ষড়যন্ত্র করে বঙ্গবন্ধু কন্যা দেশরতœ শেখ হাসিনাকে হত্যা করার চেষ্টা করে যাচ্ছে। এদের মোকাবিলায় বঙ্গবন্ধুর আদর্শের অনুসারী সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।
এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গোপালগঞ্জের কোটালীপাড়ায় বোমা পুঁতে হত্যা চেষ্টা মামলায় জড়িত ১০ জঙ্গিকে ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদন্ড কার্যকরের আদেশ দেওয়ায় বিচারকার্যের সাথে জড়িত সকলকে নীল দলের সভাপতি ড. শফিক আশরাফ অভিনন্দনজ্ঞাপন করেন এবং ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার বিচারকার্য দ্রুততম সময়ে শেষ করার আহ্বান জানিয়ে ঘণ্টাব্যাপি মানববন্ধন কর্মসূচি সমাপ্তি করেন।
এবিএন/তপন কুমার রায়/জসিম/তোহা