রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২
logo
  • হোম
  • সারাদেশ
  • বান্দরবানে ২১ আগস্ট বোমা হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

বান্দরবানে ২১ আগস্ট বোমা হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

বান্দরবানে ২১ আগস্ট বোমা হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

বান্দরবান, ২১ আগস্ট, এবিনিউজ : বান্দরবান জেলা আওয়ামী লীগের উদ্যোগে আজ সোমবার বিকালে জেলা দলীয় কার্যায়ের সামনে ২১ আগস্ট বোমা হামলার প্রতিবাদে এবং দোষীদের বিচার দাবীতে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং পৌর মেয়র মো. ইসলাম বেবী। প্রধান অতিথির বক্তব্য দেন, দলের জেলা কমিটির সহসভাপতি জরাব আব্দুর রহিম চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন, পার্বত্য জেলা পরিষদ লক্ষীপদ দাস ও ক্যসাপ্রু মারমা, জেলা ইওয়ামিলীগের নেতা সাবেক পৌর মেয়র মিজানুর রহমান বিপ্লব, পৌর আওয়ামিলীগের সাংগঠনিক সম্পাদক শামসুল ইসলাম, জেলা আওয়ামিলীর উপপ্রচার সম্পাদক আবুল কালাম ও জেলা আওয়ামিলীগ নেতা অজিত দাশ।

সমাবেশে ২১ আগস্ট দোষীদের বিরুদ্ধে দায়ের করা মামলার দ্রুত বিচারের দাবী জানানো হয়।

এবিএন/রহিম/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত