![পাবনায় দুই বাসের সংঘর্ষে নিহত ৫](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/08/22/pabna_abnews24_95984.jpg)
পাবনা, ২২ আগস্ট, এবিনিউজ : পাবনার সুজানগর উপজেলার চীনাখড়া এলাকায় যাত্রীবাহী দুটি বাসের সংঘর্ষে ৫ জন নিহত হয়েছে। তাদের পরিচয় জানা যায়নি।
আজ সোমবার সকাল ১০টার পরে পাবনা-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
পাবনার পুলিশ সুপার জিহাদুল কবির জানান, শ্যামলী পরিবহনের যাত্রীবাহী একটি বাস পাবনা থেকে ঢাকা যাচ্ছিল। অপরদিকে সিরাজগঞ্জ থেকে সাদ্দাম পরিবহনের একটি যাত্রীবাহী বাস পাবনা আসছিল। তিনাখরা নামক স্থনে পৌঁছালে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই বাসই রাস্তার পাশে খাদে পড়ে যায়। ঘটনাস্থলে ৫ জন নিহত হন। উদ্ধার অভিযান চলছে।
এবিএন/সাদিক/জসিম/এসএ