শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • মানিকগঞ্জে ৩ শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের পাঠদান বন্ধ

মানিকগঞ্জে ৩ শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের পাঠদান বন্ধ

মানিকগঞ্জে ৩ শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের পাঠদান বন্ধ

‌মা‌নিকগঞ্জ, ২২ আগস্ট, এবিনিউজ : বন্যার পা‌নি‌তে শিক্ষা প্র‌তিষ্ঠান ও শিক্ষা প্র‌তিষ্ঠা‌নের অঙ্গন ত‌লি‌য়ে যাওয়ায় মানিকগঞ্জ জেলায় ৩ শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণীর পাঠদান কার্যক্রম বন্ধ র‌য়ে‌ছে। আর জেলার সিংগাইর উপজেলা ছাড়া বাকী ৬ টি উপজেলার এসব শিক্ষা প্রতিষ্ঠানের ১৯ আগস্ট থেকে ২য় সাময়িক পরীক্ষাও স্থগিত ঘোষনা করা হয়েছে।

মানিকগঞ্জে বন্যার পানি বিদ্যালয়ের মাঠ ও শ্রেণী কক্ষে প্রবেশ করার কারনে ঐ সব শিক্ষা প্রতিষ্ঠানের পাঠদান বন্ধ করেছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

মানিকগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আলেয়া ফেরদৌসি শিখা জানায়, মা‌নিকগঞ্জ জেলার ৭ টি উপজেলার মধ্যে ৬টি উপজেলায় বন্যার পানি প্রবেশ করেছে বিদ্যালয় গ‌ুলোতে। মঙ্গলবার দুপুর পর্যন্ত এর মধ্যে ২৫২ টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণীর পাঠদান বন্ধ ঘোষনা করা হয়েছে। গেল ১৯ আগস্ট থেকে ২য় সাময়িক পরীক্ষা শুর‌ি সিংগাইর উপজেলা ছাড়া বাকী ৬টি উপজেলার পরীক্ষাও স্থগিত ঘোষনা করা হয়েছে।

মানিকগঞ্জ জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাসিনা আক্তার জানায়, জেলার ৬টি উপজেলার ৪৬ টি উচ্চ বিদ্যালয়ের শ্রেণী পাঠদান বন্ধ ঘোষনা করা হয়েছে। এ গু‌লোর মধ্যে একটি স্কুল এন্ড কলেজ, এবতেদায়ী, দাখিল মাদ্রাসাও রয়েছে।

চলতি বন্যায় পানি বিদ্যালয় প্রাঙ্গন, শ্রেণী কক্ষে প্রবেশ করায় হাজার হাজার শিক্ষার্থীদের পড়ালেখা মারাত্নক ভা‌বে ব্যাহত হচ্ছে।

মানিকগঞ্জ জেলা প্রশাসণের বন্যা নিয়ন্ত্রণ কক্ষের ত্রাণ কর্মকর্তা ও সহকারী কমিশনার মো: মঞ্জুর হোসেন জানায়, বন্যার পা‌নি‌তে শিক্ষা প্র‌তিষ্ঠান ও শিক্ষা প্র‌তিষ্ঠা‌নের অঙ্গন ত‌লি‌য়ে যাওয়ায় মানিকগঞ্জ জেলায় উচ্চ মাধ্যমিক ৪৬ ও প্রাথমিক বিদ্যালয়ের ২৫২ টি শিক্ষা প্রতিষ্ঠানের পাঠ দান বন্ধ আছে। তবে এর মধ্যে ২৯টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে।

মানিকগঞ্জ অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনজুর মোহাম্মদ শাহরিয়ার জানায়, জেলার প্রায় ৩ শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের পাঠদান বন্ধ ঘোষনা করা হয়েছে। যমুনার পানি শনিবার থেকে কমতে শুরু করেছে। শিক্ষা প্রতিষ্ঠান থেকে বন্যার পানি কমে গেলেই দ্রুত শিক্ষা প্রতিষ্ঠানের পাঠদান শুরু করা হবে।

এবিএন/মো: সো‌হেল রানা খান/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত