বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

শ্রীমঙ্গলে 'বৈকালিক পাঠদান কেন্দ্র' উদ্বোধন

শ্রীমঙ্গলে 'বৈকালিক পাঠদান কেন্দ্র' উদ্বোধন

শ্রীমঙ্গল, ২২ আগস্ট, এবিনিউজ : শ্রীমঙ্গলে দরিদ্র ও সুবিধাবঞ্চিত শিশুদের জন্য 'বৈকালিক পাঠদান কেন্দ্রের উদ্ধোধন হয়েছে। গতকাল সোমবার বিকালে স্থানীয় রোটারি ক্লাবের উদ্যােগে এই পাঠদান কেন্দ্রের উদ্বোধন হয়।

রোটারি ক্লাব অব শ্রীমঙ্গলের অর্থায়নে শ্রীমঙ্গলের ভাড়াউড়া চা বাগান নাচ মন্দিরে চা বাগানের দরিদ্র ও সুবিধাবঞ্চিত শিশুদের জন্য এই অনানুষ্ঠানিক শিক্ষা কার্যক্রম চালু করা হয়।

রোটারি ক্লাব সুত্র জানায়, প্রতিদিন বিকাল ৩টা থেকে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত শিশু শ্রেণী থেকে দ্বিতীয় শ্রেণী পর্যন্ত ছাত্র-ছাত্রীদের পাঠদান করা হবে। প্রাথমিক অবস্থায় ৩০ জন শিশু শিক্ষার্থী নিয়ে এ কার্যক্রম শুরু করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রোটারি ক্লাব অব শ্রীমঙ্গলের প্রেসিডেন্ট ফেরদৌস আলম, ক্লাব সেক্রেটারি সুব্রত দাস, পাষ্ট প্রেসিডেন্ট নাঈম সরফরাজ, প্রেসিডেন্ট ইলেক্ট মনোয়ার হোসেন মিলন ও রোটারি ক্লাবের অন্যান্য অফিসিয়ালবৃন্দ।

এবিএন/কাজল/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত