![হবিগঞ্জে সপ্তাহব্যাপী বৃক্ষমেলা উদ্বোধন](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/08/22/abnews-24.bbb_96049.jpg)
হবিগঞ্জ, ২২ আগস্ট, এবিনিউজ : অর্থ, পুষ্ঠি, স্বাস্থ্য চান দেশী ফলের গাছ লাগান” এই প্রতিপাদ্য নিয়ে হবিগঞ্জে সপ্তাহব্যাপী ফলজ ও বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়েছে। সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মো. আবু জাহির আজ সকালে এই মেলার উদ্বোধন করেন। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এই মেলার আয়োজন করে। মেলায় ৩০টি স্টল স্থাপন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মনীষ চাকমা সহ সরকারি কর্মকর্তা এবং কৃষি বিভাগের কর্মকর্ত্রাা উপস্থিত ছিলেন। এর আগে একটি র্যালী সংসদ সদস্য সহ শিক্ষার্থীরা অংশ নেন।
এবিএন/নুরুজ্জামান ভূঁইয়া /জসিম/তোহা