![মাধবপুরে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/08/22/abnews-24.bbbb_96051.jpg)
হবিগঞ্জ, ২২ আগস্ট, এবিনিউজ : মাধবপুরে অজ্ঞাত এক যুবকের (২৮) লাশ উদ্ধার করা হয়েছে। আজ সকালে পুরাতন ঢাকা সিলেট মহাসড়কের সুরমা চা বাগানের ১০ নং সেকশনের কাছ থেকে ্ওই যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায়, স্থানীয় লোকজন রাস্তার পাশে লাশ দেখতে পেয়ে তেলিয়াপাড়া পুলিশ ফাড়ি কে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে। ময়না তদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করেছে।
এবিএন/নুরুজ্জামান ভূঁইয়া /জসিম/তোহা