![রাজবাড়ীতে ছাত্রলীগের সাবেক আইন সম্পাদককে কুপিয়ে যখম](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/08/22/rajbari_abnews_96053.jpg)
রাজবাড়ী, ২২ আগস্ট, এবিনিউজ : রাজবাড়ী জেলা ছাত্রলীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক মনিরুল ইসলাম মঈন (৩২)কে কুপিয়ে মারাত্নকভাবে যখম করেছে সন্ত্রাসীরা। গতকাল সোমবার রাত ১২টার দিকে এঘটনা ঘটে শহরের চিত্র সিনেমা হলের গলিতে।
সাবেক পৌর ছাত্রলীগের সহ সভাপতি মোঃ শিপলু জানান, ২১ আগস্ট গ্রেনেড হামলা উপলক্ষে জেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভা শেষে মঈন শহরের বেরাডাঙ্গার বাড়িতে যাচ্ছিল।
পথিমধ্যে রাজবাড়ী চিত্রনা সিনেমা হল মাঝখানে একটি গলির মধ্যে আগে থেকে ওত পেতে থাকা মুখোশধারী ৫/৭জন সন্ত্রাসীরা মঈন এর উপরে হামলা চালায়। এ হামলায় সে মারাত্নকভাবে আহত হয়।
পরে স্থানীয়রা তাকে আহত অবস্থায় রাজবাড়ী সদর হাসপাথালে ভর্তি করে। তার শরীরর বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের কোপের দাগ রয়েছে।
মঈন বর্তমানে রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে।
এবিএন/রবিউল/জসিম/এমসি