শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • মাদারীপুরে এক মানব পাচারকারীকে গ্রেফতার করেছে র‌্যাব

মাদারীপুরে এক মানব পাচারকারীকে গ্রেফতার করেছে র‌্যাব

মাদারীপুরে এক মানব পাচারকারীকে গ্রেফতার করেছে র‌্যাব

মাদারীপুর, ২২ আগস্ট, এবিনিউজ : দীর্ঘদিন যাবৎ একটি আন্তর্জাতিক মানব পাচারকারী চক্র ইটালী, স্পেন ও গ্রীসসহ ইউরোপের বিভিন্ন দেশে মোটা অংকের বেতনের চাকুরীর লোভ দেখিয়ে মানব পাচার করে আসছে।

এই চক্রের সদস্যরা বাংলাদেশ, লিবিয়া ও ইটালীতে সমভাবে সক্রিয় রয়েছে আর তাদেরই একজন র‌্যাব ৮ গোপন সংবাদের ভিত্তিতে ২১শে আগষ্ট সোমবার জেলার শিবচর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের ধয়াটী গ্রাম থেকে সিরাজ মাতুব্বর(৫২)কে গ্রেফতার করেছে।

প্রেস ব্রিফিং মাদারীপুরের র‌্যাব ৮ এর কোম্পানী কোমান্ডার মেজর. মো. রাকিবুজ্জামন জানান, গ্রেফতারকৃত সিরাজ মাতুব্বর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি উক্ত চক্রের একজন সক্রিয় সদস্য বলে স্বীকার করেছে।

তার নিকট থেকে মানব পাচারের মাধ্যমে অর্জিত টাকা ব্যাংকে জমার ব্যাংক রশিদ, ষ্টাম্পে লিখিত চুক্তিনামাসহ বিভিন্ন দালিলিক প্রমানপত্র উদ্ধার করা হয়। আরও জানা যায়, বর্নিত চক্রের লিবিয়া অংশের অন্যতম প্রধান মো. শহিদুল মাতুব্বর তার ছেলে।

বর্নিত চক্রটি লিবিয়া শহিদুলের নেতৃত্বে লিবিয়ার বন্দীশালায় পাচারকৃত বাংলাদেশী যুবকদের কে অর্ধাহারে- অনাহরে রেখে নানাবিধি শারীরিক ও মানসিক নির্যাতন করে এবং সিরাজ মাতুব্বরসহ বাংলাদেশের অবস্থানরত সদস্যগন পাচারের শিকার যুবকদের নিকটাত্মীদের কাছ থেকে টাকা উত্তোলন করে। বর্ণিত চক্র বিগত ০৬-০৩-১৭ ইং ২৮ জন যুবককে পাচারের প্রাথমিক সত্যাতা পাওয়া গিয়াছে।

এছাড়াও ৮জন বর্তমানে শহিদুল মাতুব্বরের অধীনে লিবিয়া বন্দীশালায় জিম্মি আছেন বলে জানা গেছে। এমতাবস্থায় গ্রেফতারকৃত ব্যাক্তি এবং পলাতক আসামীদের বিরেুদ্ধে মানব পাচার প্রতিরোধ ও দমন আইন ২০১২ মোতাবেক র‌্যাব কর্তৃক মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এছাড়া প্রাপ্ত তথ্য উপাত্তের ভিত্তিতে পাচার চক্রটির অন্যান্য সদস্যদেরও গ্রেফতার প্রক্রিয়া অব্যাহত থাকবে।

এবিএন/আজিজ/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত