![আগৈলঝাড়ায় গৈলা ইউনিয়নে জাতীয় শোক দিবস পালিত](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/08/22/agailjhara photo- 22-08-17 (1)_96103.jpg)
আগৈলঝাড়া (বরিশাল), ২২ আগস্ট, এবিনিউজ : বরিশালের আগৈলঝাড়ায় গৈলা ইউনিয়ন আওয়ামী লীগ ও গৈলা ইউনিয়ন পরিষদের যৌথ উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার গৈলা শিশু নিকেতন বিদ্যালয়ের হলরুমে ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নুরমোহাম্মদ গাজীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগ নেতা মুক্তিযোদ্ধা আ. রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামীলীগ সমন্বয়ক আবু সালেহ মো. লিটন সেরনিয়াবাত, জেলা পরিষদ সদস্য পেয়ারা ফারুক বখতিয়ার, ভাইস চেয়ারম্যান জসীম উদ্দিন সরদার, উপজেলা আওয়ামীলীগ নেতা গিয়াস মোল্লা, মুক্তিযোদ্ধা আ. কাদের সরদার, গৈলা ইউপি চেয়ারম্যান সোয়েব ইমতিয়াজ লিমন তালুকদার, গৈলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হালিমুজ্জামান হালিম, উপজেলা যুবলীগ সভাপতি সাইদুর রহমান সরদার, সিনিয়র সহ-সভাপতি আব্দুল্লাহ্ লিটন, উপজেলা ছাত্রলীগ সভাপতি মিন্টু সেরনিয়াবাত, সাধারণ সম্পাদক জাকির হোসেন পাইক, আওয়ামীলীগ নেতা আবুল ফয়েজ শিকদার, মো. আশরাফ সরদার, গৈলা ইউপি সদস্য পবিত্র রাণী বাড়ৈ, শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. সৌরভ মোল্লা, জিএস সজিব মান্নান প্রমূখ। শোক সভায় বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের উপর গান পরিবেশন করেন ফারুক সরদার। পরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আ. রব সেরনিয়াবাত ও তাদের পরিবারের সদস্যসহ ১৫ আগস্টে নিহত সকল শহীদের রুহের মাগফেরত কামণা করে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়।
এবিএন/অপূর্ব লাল সরকার/জসিম/ইমরান