![যৌতুক, নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/08/22/agailjhara photo- 22-08-17 (2)_96104.jpg)
আগৈলঝাড়া (বরিশাল), ২২ আগস্ট, এবিনিউজ : বরিশালের আগৈলঝাড়ায় যৌতুক, নারী নির্যাতন ও বাল্য বিয়ে প্রতিরোধে তিনদিনব্যাপী কর্মশালা গতকাল মঙ্গলবার শেষ হয়েছে। উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প, স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সী (জাইকা)-র সহযোগিতায় উপজেলা পরিষদ হলরুমে মহিলা বিষয়ক কর্মকর্তা দীপিকা রানী সেনের সভাপতিত্বে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শেষদিনের কর্মশালায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহম্মেদ রাসেল, উপজেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান মলিনা রানী রায়, ভাইস চেয়ারম্যান জসীম সরদার, জাইকা কর্মকর্তা মশিউর রহমান মিরাজ, গৈলা ইউপি চেয়ারম্যান সোয়েব ইমতিয়াজ লিমন প্রমুখ। কর্মশালায় সরকারী কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী, ইমাম, পুরোহিত, বিবাহ রেজিস্টার, সাংবাদিক, নারী নেত্রীসহ সুশীল সমাজের ৫০ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন।
এবিএন/অপূর্ব লাল সরকার/জসিম/ইমরান