
গঙ্গাচড়া (রংপুর), ২২ আগষ্ট, এবিনিউজ : রংপুরের গঙ্গাচড়ায় সৃষ্ট বন্যায় বানভাসি মানুষে পাশে দাঁড়িয়েছে উপজেলা অফিসার্স কল্যাণ ক্লাব।
গতকাল সোমবার উপজেলার লক্ষ্মীটারী ইউনিয়নের চর শংকরদহ, বাবু বাজার ও কোলকোন্দ ইউনিয়নের চিলাখাল, মটুকপুর চরের ক্ষতিগ্রস্থ ৭’শ মানুষের হাতে চাল, আলু, বিস্কুট, রুটি, সাবান, জার, ব্যাগ ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট তুলে দেন অফিসার্স ক্লাবের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলাম।
এ সময় উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাঃ নাজমুল হুদা, সমাজ সেবা অফিসার মোসাদ্দেকুর রহমান, যুব উন্নয়ন অফিসার এনামুল হক, অধ্যক্ষ নুরন নবী রানা, সহকারী উপজেলা শিক্ষা অফিসার এস এম আল মামুন, ইউপি চেয়ারম্যান সোহরাব আলী রাজু, আব্দুল্লা আল হাদীসহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
এবিএন/স্বপন/জসিম/এমসি