সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২
logo
  • হোম
  • সারাদেশ
  • বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ৩১ বিজিবির প্রতিষ্ঠা বার্ষিকী পালন

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ৩১ বিজিবির প্রতিষ্ঠা বার্ষিকী পালন

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ৩১ বিজিবির প্রতিষ্ঠা বার্ষিকী পালন

বান্দরবান, ২৩ আগস্ট, এবিনিউজ : বর্ডার গার্ড বাংলাদেশ নাইক্ষ্যংছড়ি ৩১ ব্যাটালিয়ানে ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এই উপলক্ষে মঙ্গলবার ব্যাটালিয়ান জোন সদরে কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন বিজিবি এ্যাডহক রিজিয়ন সদর দপ্তর রামুর ভারপ্রাপ্ত রিজিয়ন কমান্ডার কর্নেল এএসএম আনিসুল হক পিএসসি। অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, নাইক্ষ্যংছড়ি মনোরম ও শান্তিপূর্ণ একটি উপজেলা। দুর্গম সীমান্তে অনেক কষ্ট করছে বিজিবি। সন্ত্রাস ও অপরাধ দমনে সর্বমহলকে সহযোগিতার হাত বাড়াতে হবে।

এসময় উপস্থিত ছিলেন, ৩১ বিজিবির অধিনায়ক লে.কর্নেল মো.আনোয়ারুল আযীম, কক্সবাজার সেক্টর সদর দপ্তরের জিএসও-২ মেজর জিএম সিরাজুল ইসলাম, ৩১ বিজিবির উপ-অধিনায়ক মেজর এম আশরাফ আলী (পিপিএম, পিবিজিএমএস), বান্দরবান ৬৯ ব্রিগেডের মেজর এম আসিফ ইকবাল, কক্সবাজার সেক্টরের দলনেতা মেজর শাহরিয়ার হোসেন, নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কামাল উদ্দিন, নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাব সভাপতি শামীম ইকবাল চৌধুরী, নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তসলিম ইকবাল চৌধুরী, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু আহমদ, প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আবদুল হামিদ, যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম কাজল, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হাফিজুল ইসলাম চৌধুরী, বিজিবি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল বাশার, সহকারি শিক্ষক জয়নাল আবেদীন, সহকারি শিক্ষক মো. ইফাজ প্রমূখ।

এবিএন/মোহাম্মদ আব্দুর রহিম/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত