বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • যাঁরা মানুষের কল্যাণে রাজনীতি করেন তাঁরাই প্রকৃত রাজনীতিক: সোবহান চৌধুরী

যাঁরা মানুষের কল্যাণে রাজনীতি করেন তাঁরাই প্রকৃত রাজনীতিক: সোবহান চৌধুরী

যাঁরা মানুষের কল্যাণে রাজনীতি করেন তাঁরাই প্রকৃত রাজনীতিক: সোবহান চৌধুরী

কুলাউড়া(মৌলভীবাজার) , ২৩ আগস্ট, এবিনিউজ : কুলাউড়ার প্রয়াত এমপি আবদুল জব্বারের ২৫তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। আবদুল জব্বার স্মৃতি যুব পরিষদ আয়োজনে মঙ্গলবার (২২ আগস্ট) বিকেলে মৌলভীবাজারের কুলাউড়া শহীদ মিনার প্রাঙ্গনে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্য দেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী । তিনি বলেন, নীতি ও আদর্শ ছাড়া সুস্থ রাজনীতি হয় না। রাজনীতিকদের আচরণ ভালো হতে হবে। যাঁরা মানুষের কল্যাণে রাজনীতি করেন তাঁরাই প্রকৃত রাজনীতিক। তাঁরা নিজের স্বার্থ চরিতার্থের জন্য রাজনীতি করেন না। লোভ-লালসার ঊর্ধ্বে থাকেন। আবদুল জব্বার এ রকম একজন রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন। মানুষের কল্যাণে কাজ করে গেছেন বলে মানুষ তাঁকে মনে রেখেছে, মনে রাখবে।

আবদুল জব্বার স্মৃতি যুব পরিষদের সভাপতি ও কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আসম কামরুল ইসলামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন মৌলভীবাজার- ০২ আসনের বর্তমান সাংসদ আবদুল মতিন। বক্তব্য দেন সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান লুৎফুর রহমান, মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান, মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নেছার আহমদ, মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমান প্রমুখ।

এবিএন/ ময়নুল হক পবন/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত