বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ীতে বন্যা পরিস্থিতির মারাত্মক অবনতি

মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ীতে বন্যা পরিস্থিতির মারাত্মক অবনতি

মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ীতে বন্যা পরিস্থিতির মারাত্মক অবনতি

মুন্সিগঞ্জ, ২৩ আগস্ট, এবিনিউজ : টঙ্গীবাড়ী উপজেলায় বন্যা পরিস্থিতি মারাত্মক আকার ধারন করেছে।উপজেলার হাসাইল, বানারী গারুড়গাও, পাঁচনখোলা, আটিগাও, বিদগাও, সরিষাবন, ধোপড়াবাসা, মাইজগাও, কান্দিরবাড়ী, ধানকোড়ায় কদিন ধরে তূলনা মূলক ভাবে বৃষ্টি কম হলেও উজান হতে নেমে আসা ঢলের পানিতে বিপদ সীমার উপরে রয়েছে পদ্মার পানি।

পানিবন্দি হওয়া অনেকেই নিরাপদ আশ্রয়ের সন্ধানে বাধ্য হয়ে হাসাইল, পাঁচগাও, কামারখাড়া ও দিঘিরপাড় গ্রামে আত্মীয় স্বজনদের বাড়ীতে আশ্রয় নিচ্ছেন। সরেজমিনে উপজেলার চরাঞ্চলের গ্রাম গুলোতে গিয়ে দেখা যায় যে, বন্যার পানিতে তলিয়ে গেছে অনেক ধানী জমি, দিন মজুরেরা কাজ কর্ম না পেয়ে পড়েছেন বিপাকে। নেই কোন সরকারি বেসরকারি কোন সাহায্য সহযোগীতা। সব মিলিয়ে বন্যা কবলিত মানুষ গুলো মানবেতর জীবন যাপন করছেন।উপজেলার কান্দিরপাড়া গ্রামের সোনিয়া আক্তার ( ২০ ) বলেন, আমরা বন্যার পানিতে অনেক সমস্যায় আছি। কোন প্রকার সাহায্য সহযোগীতা পাচ্ছিনা। সরিষাবন গ্রামের আবুল কালাম(৪০) জানান, এক আল্লাহ ছাড়া আমাগো সাহায্য করার কেউ নাই। সাহায্যের লইগা তো কাউরে এক কেজি চাউল ওূ আনতে দেখলাম না।

বানারী গ্রামের নাম প্রকাশে অনিচ্ছুক স্হানীয় এক যুবক জানান, ভোট আসলে ভাই ভাই, ভোট গেলেৃ..কেউ কোন খবর রাখেনা। উপজেলার বন্যা কবলিত গ্রাম গুলোতে সাহায্যের জন্য অনেকেই দেখা গেছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইজবুকে পোস্ট দিতে। এদিকে উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কাজী ওয়াহেদ আগামী সপ্তাহের মধ্য বন্যা কবলিত গ্রাম গুলুতে ত্রান পাঠাবেন বলে জানিয়েছেন ।

এবিএন/আতিকুর রহমান টিপু/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত