![স্থিতিশীল অবস্থায় পদ্মার পানি, রাজবাড়ীর ৫০ হাজার পরিবার পানিবন্দি](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/08/23/rajbari-bonna@abnews_96240.jpg)
রাজবাড়ী, ২৩ আগস্ট, এবিনিউজ : রাজবাড়ীর জেলার উপর দিয়ে প্রবাহমান পদ্মা নদীর পানি বৃদ্ধির স্থিতিশীল রয়েছে। ২১ আগস্ট সকাল ৬ টায় পানি পরিমানকৃত পানি বিপদসীমার ১০৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহীত হলেও সকালে সেটা স্থিতিশীল রয়েছে। সকালে পরিমানকৃত পানি বিপদসীমার ৮৮ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহীত হচ্ছে। জেলার ৪টি উপজেলার ১৬টি ইউনিয়নে ৫০ হাজার পরিবার পানিবন্দি হয়ে পরেছে। রাজবাড়ীতে ২৬ হাজার ৮৫৫ হেক্টর কৃষিজমি ক্ষতিগ্রস্থ হয়েছে বলে কৃষি অফিস সূত্র জানা গেছে।
গোয়ালন্দ ঘাট হতে গোয়ালন্দ বাজার পর্যন্ত চার কিলোমিটার রেল লাইন পানিতে তলিয়ে যাবার ফলে গোয়ালন্দ থেকে রাজবাড়ী পর্যন্ত রেল যোগাযোগ ব্যহত হচ্ছে।
বন্যার কারণে রাজবাড়ীতে ৪২ টি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। বন্যার কারণে রাজবাড়ীর বিভিন্ন স্থানে নৌকা বিক্রির পরিমান বৃদ্ধি পেয়েছে।
রাজবাড়ীতে জেলা প্রশাসকের উদ্যোগে ত্রাণ বিতরণে বন্যাকবলিত এলাকার মানুষের মাঝে সন্তুষ্টি বিরাজ করছে। জেলা প্রশাসক মো. শওকত আলী জানিয়েছেন যতদিন বন্যায় আক্রান্ত মানুষ পূর্ণবাসিত না হবে ততদিন ত্রান বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।
এবিএন/ খন্দকার রবিউল ইসলাম/জসিম/নির্ঝর