শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • কুলাউড়ায় সালিশকারীদের বিরুদ্ধে মামলা : প্রতিবাদে মানববন্ধন

কুলাউড়ায় সালিশকারীদের বিরুদ্ধে মামলা : প্রতিবাদে মানববন্ধন

কুলাউড়ায় সালিশকারীদের বিরুদ্ধে মামলা : প্রতিবাদে মানববন্ধন

কুলাউড়া (মৌলভীবাজার), ২৩ আগস্ট, এবিনিউজ : কুলাউড়ার মুরাইছড়া বাজারের ব্যবসায়ী ইছরাব আলীর দোকান চুরির ঘটনায় স্থানীয় সালিশ বৈঠকে স্বীকারোক্তি দিয়ে চুরির টাকা ফেরৎ দেওয়ার পর দোকান মালিকসহ সালিশকারীদের বিরুদ্ধে মামলা করেছে এক দোকান কর্মচারী। ব্যবসায়ী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের বিরুদ্ধে মামলা করায় বিক্ষুদ্ধ হয়ে উঠেছেন কুলাউড়ার দক্ষিনাঞ্চলের মানুষ। এর প্রতিবাদে আজ বুধবার দুপুরে স্থানীয় বাজারে অনুষ্টিত হয় মানব বন্ধন ও প্রতিবাদ সভা।

জানা যায়, ১৪ আগষ্ট রাতে ইছরাব আলীর দোকান চুরি হয়। এ ঘটনায় থানায় জিডি করা হয়। চুরির ঘটনার পর থেকে দোকানের কর্মচারী গনকিয়া গ্রামের রইছ আলীর পুত্র উম্মর আলী(২৫) নানা টালবাহানা শুরু করে। এত সন্দেহের তীর চলে যায় তার দিকে। পরবর্তীতে ঘটনা নিয়ে গত ১৬ আগষ্ট রাতে মুরাইছড়া বাজারে এক সালিশ বৈঠক অনুষ্টিত হয়। সালিশে দোকান কর্মচারী উম্মর আলী চুরির ঘটনা স্বীকার করে এবং ইউপি সদস্য রহমান মিয়ার কাছে চুরির ৫৬ হাজার ৪ শ টাকা ফেরৎ দেয়। এদিকে দোকান কর্মচারীর চুরির ঘটনা প্রমানিত হওয়ায় ও চুরির টাকা ফেরৎ দেওয়ার কারনে সে ক্ষিপ্ত হয়ে একটি কাল্পনিক ঘটনা সাজিয়ে মুুরইছড়া বাজার পরিচালনা কমিটির সভাপতি মো:উস্তার মিয়া,গনকিয়া দাখিল মাদ্রাসার পিটিআই কমিটির সভাপতি মো:উম্মর আলী ও ব্যবসায়ী ইছরাব আলীর উপর একটি মামলা দায়ের করে।

তার মিথ্যে মামলা দায়েরের খবর পেয়ে বিক্ষুদ্ধ হয়ে উঠেন বাজারের ব্যবসায়ীসহ এলাকাবাসী। তারা অবিলম্বে মিথ্যে মামলা প্রত্যাহারের দাবী জানিয়ে মানব বন্ধন ও প্রতিবাদ সভা করেন। মানব বন্ধনে ব্যবসায়ী,এলাকাবাসী,শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন স্থরের লোকজন অংশগ্রহন করেন। মুরইছড়া ব্যবসায়ী কল্যান সমিতির সভাপতি আনোয়ার হোসেন সভাপতিত্বে মানব বন্ধনে মানব বন্ধনে বক্তব্য রাখেন পৃথিমপাশা ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ময়নুল ইসলাম পংকি,গনকিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা সৈয়দ লিয়াকত আলী,শিক্ষক আব্দুল মুহিত,আওয়ামীলীগ নেতা আব্দুস সহিদ প্রমুখ।

এবিএন/ময়নুল হক পবন/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত