![ঝালকাঠিতে হাজার বোতল এ্যালকোহলসহ গ্রেপ্তার ১](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/08/23/madok-pic_96343.jpg)
ঝালকাঠি, ২৩ আগস্ট, এবিনিউজ : ঝালকাঠি গোয়েন্দা পুলিশের (বিডি) একটি দল অভিযান চালিয়ে এক হাজার বোতল রেকটিফাইড স্পিরিটসহ আফজাল (৪৭) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। গতকাল মঙ্গলবার গভীর রাতে বাগড়ি বাজার এলাকায় অভিযান চালিয়ে আফজালকে গ্রেপ্তার করা হয়েছে। এ ব্যপারে বুধবার দুপুরে তাকে ঝালকাঠি পুলিশ সুপারের কার্যালয়ে হাজির করে জেলা পুলিশের পক্ষ থেকে এক প্রেস ব্রিফিংয়ে এতথ্য তুলে ধরেন।
প্রেস ব্রিফিংয়ে ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলম জানান, উপজেলার বাগড়ি বাজার এলাকায় রাত পৌনে ১১টার দিকে নিজের দাকান ঘর থেকে এ মাদক জাতীয় দ্রব্য বিক্রয়কালে আফজাল মীরকে আটক করেন। এ সময় কতিথ একটি হোমিও কোম্পানির নাম সম্বলিত লেভেল লাগানো ৩০ মিলি লিটারের এক হাজার বোতল এই রেকটিফাইড স্পিরিট (এ্যালকোহল) উদ্ধার হয়েছে।
এ ব্যপারে রাজাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে উক্ত মাদক ব্যবসায়ী আফজাল মীররে বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। আফজাল ওই উপজেলার পুখরীজানা গ্রামের মৃত মোসলেম মীরের ছেলে। তার বিরুদ্ধে ঝালকাঠি সদর থানায় আরও দুটি মাদক আইনের মামলা রয়েছে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়েছে।
এবিএন/আজমীর হোসেন তালুকদার/জসিম/রাজ্জাক
ঝালকাঠিতে হাজার বোতল এ্যালকোহলসহ গ্রেপ্তার ১
ঝালকাঠি, ২৩ আগস্ট, এবিনিউজ : ঝালকাঠি গোয়েন্দা পুলিশের (বিডি) একটি দল অভিযান চালিয়ে এক হাজার বোতল রেকটিফাইড স্পিরিটসহ আফজাল (৪৭) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। গতকাল মঙ্গলবার গভীর রাতে বাগড়ি বাজার এলাকায় অভিযান চালিয়ে আফজালকে গ্রেপ্তার করা হয়েছে। এ ব্যপারে বুধবার দুপুরে তাকে ঝালকাঠি পুলিশ সুপারের কার্যালয়ে হাজির করে জেলা পুলিশের পক্ষ থেকে এক প্রেস ব্রিফিংয়ে এতথ্য তুলে ধরেন।
প্রেস ব্রিফিংয়ে ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলম জানান, উপজেলার বাগড়ি বাজার এলাকায় রাত পৌনে ১১টার দিকে নিজের দাকান ঘর থেকে এ মাদক জাতীয় দ্রব্য বিক্রয়কালে আফজাল মীরকে আটক করেন। এ সময় কতিথ একটি হোমিও কোম্পানির নাম সম্বলিত লেভেল লাগানো ৩০ মিলি লিটারের এক হাজার বোতল এই রেকটিফাইড স্পিরিট (এ্যালকোহল) উদ্ধার হয়েছে।
এ ব্যপারে রাজাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে উক্ত মাদক ব্যবসায়ী আফজাল মীররে বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। আফজাল ওই উপজেলার পুখরীজানা গ্রামের মৃত মোসলেম মীরের ছেলে। তার বিরুদ্ধে ঝালকাঠি সদর থানায় আরও দুটি মাদক আইনের মামলা রয়েছে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়েছে।
এবিএন/আজমীর হোসেন তালুকদার/জসিম/রাজ্জাক