
বান্দরবান, ২৪ আগস্ট, এবিনিউজ : বান্দরবান জেলার রুমা উপজেলা একটি অতি পর্যটন সম্ভাবনাময় অঞ্চল, রুমা প্রায় সারা বছরই পর্যটক উপচে থাকে। বগালেইক, কেওগ্রাডং, দার্জিলিং, জাদিপাই, রিঝুক ঝর্ণা, তাজিংডং প্রভৃতির জন্য রুমা বিখ্যাত।
এসব ছাড়াও রাইনক্ষ্যং লেইক এবং থানছির বিভিন্ন পর্যটন স্পটে যাওয়ার জন্য পর্যটকরা রুমাকে রুট হিসেবে ব্যবহার করে। এমন একটি অঞ্চলের সম্ভাবনাময়কে বাস্তবে রূপ দিতে এবার উপজেলা প্রশাসন এগিয়ে এসেছে।
আজ বৃহস্পতিবার দেশের পর্যটন শিল্প বিকাশে রুমা উপজেলা প্রশাসন কর্তৃক রুমা উপজেলায় পর্যটন তথ্য সেবা কেন্দ্রের শুভ উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন করেন রুমা উপজেলা চেয়ারম্যান অংথোয়াইচিং মারমা।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোহম্মদ শরিফুল হক, রুমা জোন কমান্ডারের প্রতিনিধি লে: বরকত উল্লাহ আহমেদ মাহদুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান জিংএংময় বম, রুমা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শৈমং মারমা, উপজেলা টেকনিশিয়ান (আইসিটি) ও পর্যটক সহায়ক বিকাশ চৌধুরী, উপজেলার সরকারী বিভিন্ন দপ্তরের জনপ্রতিনিধি ও কর্মকর্তা বৃন্দ এবং উপজেলার পর্যটক গাইড গণ।
উদ্বোধন অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার বলেন, ”রুমা উপজেলা পর্যটনের ক্ষেত্রে অনেক সম্ভাবনাময় একটি উপজেলা, প্রকৃতির সকল সৌন্দর্য্য উপজেলায় বিস্তৃত রয়েছে। প্রকৃতি প্রেমী পর্যটকগণ এ উপজেলায় বার বার ভ্রমণে আসেন। তাই এ পর্যটন খাতকে বিকশিত করার জন্য সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে চলেছে। রুমা উপজেলায় ভ্রমণকারী পর্যটকদের প্রশাসনিক ভাবে সেবা ও সহায়তার লক্ষ্যে উপজেলা পর্যটন ও তথ্য সেবা কেন্দ্র স্থাপন করা হয়েছে।”
জানা যায়, এ সেবা কেন্দ্র গড়ে তোলা হয়েছে পর্যটকদের সার্বক্ষনিক সেবা ও সহায়তা দেয়ার নিমিত্তে। পর্যটকগন চাইলেই যে কোন সময় এ সেবা কেন্দ্র থেকে পর্যটন সংক্রান্ত যে কোন ধরনের সেবা পেতে পারেন।
প্রশাসনের এমন উদ্যোগ রুমা সহ সাবির্ক ভাবে দেশের পর্যটন শিল্প বিকাশে গুরুত্বপূর্ণ ভ’মিকা রাখবে বলে মত রুমার সচেতন নাগরিক মহলের। উদ্বোধন অনুষ্ঠান শেষে রুমা উপজেলার ৪৯ জন পর্যটক গাইডকে পরিচয় পত্র প্রদান করা হয়।
এবিএন/রহিম/জসিম/এমসি