![শ্রীমঙ্গলে উন্মুক্ত চা আস্বাদনী অধিবেশন অনুষ্ঠিত](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/08/24/tea_abnews_96491.jpg)
শ্রীমঙ্গল, ২৪ আগস্ট, এবিনিউজ : বাংলাদেশি চায়ের গুনগত মান উন্নয়নের লক্ষ্যে উন্মুক্ত চা আস্বদনী অধিবেশন অনুষ্ঠিত হয়। আজ বৃহস্পতিবার সকাল ১১টায় শ্রীমঙ্গলে অবস্হিত চা বোর্ডের প্রকল্প উন্নয়ন ইউনিট অডিটোরিয়ামে এই আস্বাদনী অধিবেশন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম এনডিসি পিএসসি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, বাংলাদেশ চা গবেষনা ইনস্টিটিউটের পরিচালক মোহাম্মদ আলী।
চায়ের গুনগত মান উন্নয়নে চা আস্বদনীর গুরুত্ব, চায়ের দেশী ও বিশ্ব বাজার পরিস্হতি এবং চায়ের বর্তমান ও ভবিষ্যত বিশ্ব বাজার চাহিদা প্রসঙ্গে বক্তব্য রাখেন, চট্টগ্রাম ন্যাশনাল ব্রোকার্স লিমিটেডের ব্যবস্হাপনা পরিচালক মো.সাইফুল ইসলাম।
অধিবেশনে আগত প্রায় ১০০ টি চা বাগানের ব্ল্যাক টি আস্বাদন করা হয়। পাশাপাশি অনষ্ঠানের অন্যতম মুল আকর্ষন ছিল 'ভ্যালু এডেড টি' আস্বাদনী অধিবেশন। এ অধিবেশনে বিটিআরআই কতৃক প্রস্তুুতকৃত প্রায় বিশ প্রকার ভ্যালু এডেড চা এবং অন্যান্য বাগানের ভ্যালু এডেড চা- ও প্রদর্শন ও আস্বাদন করা হয়।
এসব চায়ের মধ্যে ছিল, মাসালা চা, জ্বিরা চা, সাতকড়া চা, রোজ চা, জেসমিন চা, বাসক চা, স্টিভিয়া চা, তুলসি চা, লেমন চা, ন্যাচারাল ফ্লেভারড চা প্রভৃতি।
এছাড়াও সদ্য অবমুক্ত বিটি ১৯ ও বিটি ২০ ক্লোন দ্বারা তৈরী হোয়াইট টি, অর্থোডক্স টি, সিটিসি টি প্রদর্শন ও আস্বাদন করা হয়।
এবিএন/কাজল/জসিম/এমসি