
নড়াইল, ২৫ আগস্ট, এবিনিউজ : নড়াইলের কালিয়া উপজেলার হামিদপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. নাহিদ হোসেন মোল্লা (৫০) সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন। নিজ বাড়িতে ঘুমন্ত অবস্থায় শুক্রবার ভোরে দুর্বৃত্তরা তাকে গুলি করে।
আজ শুক্রবার ভোর ৫টার দিকে খুলনার দিঘলিয়া ইউনিয়নের গাজিরহাটে নিজ বাড়িতে গুলিবিদ্ধ হন তিনি। পরে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে সকাল সাড়ে ৬টার দিকে তিনি মারা যান।
স্থানীয়রা জানান, একদল সন্ত্রাসী চেয়ারম্যান নাহিদের বাগান বাড়িতে এসে বেড রুমের জানালা দিয়ে তাকে গুলি করে পালিয়ে যান। এসময় তিনি ঘুমন্ত অবস্থায় ছিলেন। পরে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তিনি চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ৬টায় নিহত হন।
নাহিদ হোসেন মোল্লা নড়াইলের চেয়ারম্যান হলেও দিঘলিয়ায় এটি তার বাগান বাড়ি। তার দুই মেয়ে এক ছেলে। তাদের মধ্যে স্ত্রীসহ এক ছেলে এক মেয়ে ঘটনার সময় বাসায় ছিলেন। নাহিদ গত নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে জয়লাভ করেন।
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শমসের আলী জানান, চেয়ারম্যান নাহিদ মোল্যার বাড়িটি খুলনা জেলার দিঘলিয়া থানা এলাকায় হওয়ায় সেখানে দিঘলিয়া থানা পুলিশ অবস্থান করছেন। চেয়ারম্যানের মৃতদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।
এবিএন/জনি/জসিম/জেডি