![চা শিল্পের উন্নয়নে 'দু'টি পাতা একটি কুঁড়ি' মোবাইল অ্যাপ উদ্বোধন](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/08/25/abnews-24.com-a_96646.jpg)
শ্রীমঙ্গল, ২৫ আগস্ট, এবিনিউজ : বাংলাদেশ চা-শিল্পের উন্নয়নে দু'টি পাতা একটি কুঁড়ি মোবাইল অ্যাপ উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার শ্রীমঙ্গলে অবস্থিত বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউটের কনফারেন্স রুমে মোবাইল অ্যাপের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম এনডিসি পিএসসি। এসময় টি প্লান্টার্স, চা বিজ্ঞানী, চা বোর্ডের বিভিন্ন স্তরের কর্মকর্তা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্হিত ছিলেন।
দুটি পাতা একটি কুঁড়ি নামের এ মোবাইল অ্যাপসটি উদ্ভাবন করেন চা বোর্ডের প্রকল্প উন্নয়ন ইউনিটের কো-অর্ডিনেটর এম শাহাবুদ্দিন মাহমুদ ও বিটিআরআই- এর উর্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো . শামীম আল মামুন। মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশন ( এটুআই) কর্মসুচির আওতায় এই মোবাইল অ্যাপসটি তৈরি করা হয়েছে।
চা গবেষনা ইনস্টিটিউট সুত্র জানায়, দু'টি পাতা একটি কুঁড়ি মোবাইল অ্যাপ বাংলাদেশ চা শিল্পের উন্নয়নের লক্ষ্যে নির্মিত প্রথম মোবাইল অ্যাপ্লিকেশন সফটওয়্যার। অ্যাপটির তথ্য ভান্ডারে চা এবং চা আবাদ সংশ্লিষ্ট কারিগরি ও বৈজ্ঞানিক তথ্যসমুহ ধারাবাহিকভাবে উপস্হাপন করা হয়েছে।
বাংলাদেশ চা শিল্পের সাথে জড়িত জনবলসহ সংশ্লিষ্ট সকলের মাঝে চা সম্পর্কিত সকল তথ্যসমুহ সহজে এবং দ্রুততম সময়ে পৌঁছে দেয়ার লক্ষ্যে দু'টি পাতা একটি কুঁড়ি নামে এই মোবাইল অ্যাপ নির্মানের উদ্যােগ নেয়া হয়। সুত্র আরো জানায়, অ্যাপটির মাধ্যমে ব্যবহারকারীগন চা গবেষণা কেন্দ্রের সংশ্লিষ্ট সকল বিভাগের বিজ্ঞানীদের সাথে যোগাযোগ করে পরামর্শ সেবা গ্রহন করতে পারবেন। অ্যাপটি থেকে নিয়মিত আপডেট তথ্যও পাওয়া যাবে। এড়ড়মষব ঢ়ষধু ংঃড়ৎব থেকে এটি ডাউনলোড করা যাবে। ডাউনলোড করার পর মোবাইল থেকে মোবাইলে শেয়ার করা যাবে।
মোবাইল অ্যাপসটিতে চা শিল্পের ইতিহাস ( অতীত, বর্তমান, ভবিষ্যত), বঙ্গবন্ধু ও চা শিল্প, চা তথ্য কোষ, চায়ের ক্লোন, চা নার্সারী, মৃত্তিকা ব্যবস্হাপনা, কৃষি-তাত্বিক দিক, পোকামাকড়, রোগবালাই, চা প্রক্রিয়াজাতকরণ, চায়ের উপকারিতা, ফটো গ্যালারী, ভিডিও চিত্র, যোগাযোগ, সমস্যা জমা দিন, সর্বশেষ সংবাদ ও উদ্ভাবক পরিচিতি প্রভৃতি বিষয় অন্তর্ভূক্ত করা হয়েছে। চা উৎপাদন কর্মকান্ডের সাথে জড়িত দেশের ১৬২ টি চা বাগানের ব্যবস্হাপক, সহকারী ব্যবস্হাপকবৃন্দ, অফিস স্টাফ, বাগানের টিলাবাবু, উত্তরবঙ্গের পঞ্চগড়, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, ঠাকুরগাঁও এবং পার্বত্য বান্দরবান জেলার ক্ষুদ্র চা-চাষি, চা-পিয়াসী জনগোষ্ঠী, বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক, বিজ্ঞানী দু'টি পাতা একটি কুঁড়ি অ্যাপটির 'ই' তথ্যভাণ্ডারের মাধ্যমে প্রত্যক্ষভাবে সুফল গ্রহন করতে পারবেন।
এবিএন/আতাউর রহমান কাজল/জসিম/তোহা