![নড়াইল জেলা ছাত্রলীগের সম্পাদকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/08/25/narail-press-con-picture-01_96733.jpg)
নড়াইল, , ২৫ আগস্ট, এবিনিউজ : নড়াইল জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান মুকুলের বিরুদ্ধে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এক নারীকে অপহরণের অভিযোগে মামলা করার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
জ শুক্রবার দুপুরে শহরের রুপগঞ্জ এলাকায় কমিউনিটি সেন্টারে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় লিখিত বক্তব্য পাঠ করেন জেলা ছাত্রলীগের যুগ্মসাধারণ সম্পাদক কামরুজ্জামান স্বপন।
লিখিত বক্তব্যে ছাত্রলীগ নেতা কামরুজ্জামান স্বপন বলেন, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে গত ২১ আগস্ট জেলা প্রশাসকের বাসভবন এলাকা থেকে জমি রেজিস্ট্রি করার জন্য এক নারীকে
জোর-জবরদস্তি করে একটি মাইক্রোবাসে তুলে নেয়ার চেষ্টা করা হয়। সেই অভিযোগের প্রেক্ষীতে ওই নারীর ছেলে পৌর ছাত্রদলের যুগ্ন-সাধারন সম্পাদক জুবায়ের ইবনে মশিয়ার নড়াইল জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক আশরাফুজ্জামান মুকুলসহ ৭জনকে আসামী করে ঘটনার তিনদিন পর সদর থানায় একটি এজাহার দায়ের করেন।
ঘটনার দিন সন্ধ্যা ৬টার দিকেছাত্রলীগের সেক্রেটারী মুকুল ছাত্রলীগ নেতা রাকিবকে নিয়ে বন্যার্ত মানুষের সাহায্যার্থে ত্রাণ সংগ্রহ কার্যক্রমের বিষয়ে জেলা প্রশাসকের সঙ্গে সাক্ষাতের জন্য তার বাসভবনের গেটের
সামনে উপস্থিত হলে পার্শ্বে চেচামেচির শব্দ শুনতে পান। তিনি (সেক্রেটারী) দেখেন একটি
মাইক্রোবাস দ্রুত গতিতে বেপরোয়াভাবে আসছে।
বিষয়টি তিনি সদর থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে ফোনে অবহিত করে মাইক্রোবাসটি থামানোর চেষ্টা করেন। এ সময় মাইক্রোবাস থেকে এক নারী লাফ দিয়ে পড়ে যান। একটি স্বার্থান্বেষী মহল বিএনপি-
জামায়াতের সঙ্গে জোটবদ্ধ হয়ে ছাত্রলীগকে বিতর্কিত করতে এবং ছাত্রলীগের সাধারন সম্পাদক মুকুলকে হেয় প্রতিপন্ন করার জন্য ওই ঘটনায় মুকুলের নামে মিথ্যা মামলা দায়ের করেছে।
এবিএন/সৈয়দ খায়রুল ইসলাম/জসিম/রাজ্জাক