![ফেনীতে সড়ক দুর্ঘটনায় ছাত্রলীগ নেতা নিহত](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/08/26/road-accident_abnews24_96784.jpg)
ফেনী, ২৬ আগস্ট, এবিনিউজ : চট্টগ্রামের মিরসরাই এলাকায় বাসচাপায় ফেনীর এক ছাত্রলীগ নেতার মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
নিহত কামরুল ইসলাম সৈকত (২৮) ফেনীর দাগনভূঞা উপজেলার মাতুভুঁইয়া ইউনিয়নের উত্তর আলীপুর গ্রামের মো. ইস্রাফিলের ছেলে।
ফেনী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাবেদ হায়দার জর্জ বলেন, জেলা ছাত্রলীগের উপ-সাহিত্য সম্পাদক কামরুল শুক্রবার বিকালে ব্যক্তিগত কাজে বন্ধু ফারুকের সঙ্গে মিরসরাই যান।
রাতে মোটরসাইকেলে করে ফেনী ফেরার পথে মিরসরাই থানার কাছে একটি বাস তাদের ধাক্কা দিলে কামরুল ঘটনাস্থলেই মারা যান।
আহত ফারুককে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপতালে ভর্তি করা হয়েছে বলে তিনি জানান।
এবিএন/সাদিক/জসিম/এসএ