
ঢাকা, ২৬ আগস্ট, এবিনিউজ : ১৯৭৭ সালে লন্ডনে জন্মগ্রহণ করেন নারী সাংবাদিক রেশমিন চৌধুরী। জন্মসূত্রে ব্রিটিশ হলেও মা–বাবার সুবাদে ৩৯ বছর বয়সী রেশমিন বাংলাদেশি বংশোদ্ভূত। বর্তমানে ইংল্যান্ডের বিবিসি ও বিটি স্পোর্টসে কর্মরত আছেন তিনি। চ্যাম্পিয়ন্স লিগ ও উয়েফা ইউরোপা লিগের মতো ফুটবলের বড় টুর্নামেন্টগুলোতে তিনি নিয়মিত হাজির হন হাতে বিটি স্পোর্টসের বুম নিয়ে। এরই ধারাবাহিকতায় এবার রেশমিনকে দেখা গেছে চ্যাম্পিয়ন্স লিগ ড্রয়ের মূলমঞ্চে সঞ্চালকের ভূমিকায়। গত বৃহস্পতিবার মোনাকোতে অনুষ্ঠিত হয়েছে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ড্র। এই অনুষ্ঠানে উপস্থিত হন লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনালদো, জিয়ানলুইজি বুফনসহ ইউরোপীয় ফুটবল মাতানো আরও অনেক তারকা। জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে ইউরোপ সেরা ফুটবলারের পুরস্কার উঠেছে রিয়াল মাদ্রিদ তারকা রোনালদোর হাতে। মেসি ও বুফনকে পেছনে ফেলে টানা দ্বিতীয়বারের মতো ইউরোপ সেরা হলেন পর্তুগীজ এই তারকা। বাংলাদেশি ফুটবল ভক্তদের জন্য সুখবর হচ্ছে তারকাখচিত আলো ঝলমলে এই অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্বে ছিলেন বাংলাদেশি বংশোদ্ভূত রেশমিন চৌধুরী।
এবিএন/ফরিদুজ্জামান/জসিম/এফডি