![কুলাউড়ায় বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/08/26/abnews-24.bbbbbb_96824.jpg)
কুলাউড়া (মৌলভীবাজার), ২৬ আগস্ট, এবিনিউজ : কুলাউড়ায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। উপজেলার হাজীপুরে গতকাল শুক্রবার বিকেলে গাছ থেকে আমড়া পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সুমন দে (৪২) নামক এক ব্যবসায়ীর মৃত্যু হয়। চকরনচাপ এলাকার বাসিন্দা সুমন দে হাজীপুর বাজারের কাচামালের ব্যবসা করতেন। পুলিশ জানায়, হাজীপুর ইউনিয়নের ভুইগাঁও এলাকার মান্নান মিয়ার বাড়ীতে শুক্রবার বিকালে আমড়া পাড়তে গাছে উঠেন সুমন দে।
এসময় তিনি আমড়া গাছের পাশ দিয়ে টানা পল্লীবিদ্যুতের ১১ হাজার ভোল্টেজ লাইনের উম্মুক্ত তারের সাথে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে যান এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ব্যাপারে কুলাউড়া থানার এসআই নুর হোসেন জানান, বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে নিহতের লাশ পুলিশ উদ্ধার করে লাশের ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন।
এবিএন/ময়নুল হক পবন/জসিম/তোহা