![সাংবাদিক নাজমুল হোসেনকে সংবর্ধনা প্রদান](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/08/26/abnews-24.bbbbbbbbbbbbbb_96851.jpg)
কুলাউড়া (মৌলভীবাজার), ২৬ আগস্ট, এবিনিউজ : বাংলাদেশ সাংবাদিক সমিতি কুলাউড়া উপজেলা ইউনিটের প্রতিষ্ঠাতা সভাপতি প্রবাসি সাংবাদিক মোঃ নাজমুল হোসেনকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে কুলাউড়ার একটি রেষ্টুরেন্টে বাংলাদেশ সাংবাদিক সমিতি কুলাউড়া উপজেলা ইউনিটের আয়োজনে এ সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্টিত হয়। সংগঠনের সভাপতি প্রভাষক মোঃ মানজুরুল হকের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মোঃ জসীম চৌধুরীর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আসম কামরুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী মো. গোলাম রাব্বি, অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) মোঃ আবু ইউছুফ, হাজিপুর ইউপি চেয়ারম্যান সাংবাদিক আব্দুল বাছিত বাচ্চু,কুলাউড়া প্রেসক্লাবের সভাপতি আজিজুল ইসলাম।সংবর্ধিত অতিথির বক্তব্য দেন সংগঠনের সাবেক সভাপতি মোঃ নাজমুল হোসেন।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন মানব ঠিকানার মফস্বল সম্পাদক কুলাউড়া প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি ময়নুল হক পবন,সাংবাদিক সমিতির নির্বাহী সদস্য মোক্তাদির হোসেন,যুগ্ম সম্পাদক তাজুল ইসলাম,সংলাপ পত্রিকার সহকারী বার্তা সম্পাদক আব্দুল কুদ্দুছ, সাংবাদিক সমিতির তথ্য ও প্রযুক্তি সম্পাদক সাইদুল হাসান সিপন, সাপ্তাহিক অর্থকাল পত্রিকার সহকারী-সম্পাদক অতিকুর রহমান আখই, টাউন ক্লাবের সাধারণ সম্পাদক নাসির জামান খান জাকি, প্রিয় কুলাউড়া সম্পাদক একেএম জাবের। এসময় উপস্থিত ছিলেন কুলাউড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি স্বপন কুমার দেব রতন,সাপ্তাহিক সীমান্তের ডাকের (ভারপ্রাপ্ত) সম্পাদক সঞ্জয় দেবনাথ, সাংবাদিক সমিতি কুলাউড়া ইউনিটের সহ-সভাপতি বিশ্বজিৎ দাস, নির্বাহী সদস্য শহিদুল ইসলাম তনয়, কোষাধ্যক্ষ শাহ আলম শামীম,দৈনিক সবুজ সিলেট প্রতিনিধি তারেক হাসান|
দৈনিক মানবকন্ঠের কুলাউড়া প্রতিনিধি সেলিম আহমদ,সাপ্তাহিক হাকালুকি পত্রিকার বার্তা সম্পাদক আব্দুল করিম বাচ্চু,সংবাদমেইলের চীফ রিপোর্টার জিয়াউল হক জিয়া,সাংবাদিক সমিতির নির্বাহী সদস্য সুমন আহমদ,নাজমুল বারী সুহেল,দৈনিক বাংলাদেশ টুডের প্রতিনিধি শাকির আহমদ,দৈনিক শুভ প্রতিদিন প্রতিনিধি আব্দুল আহাদ,প্রভাষক আফাজুর রহমান ফাহাদ,সাপ্তাহিক কুলাউড়ার সংলাপ পত্রিকার স্টাফ রিপোর্টার এমএ কাইয়ূম,ইউসুফ আহমদ ইমন,সাপ্তাহিক সীমান্তের ডাকের রিপোর্টার এসএইচ সৈকত, সংবাদমেইলের প্রতিনিধি সাইদুল হাসান প্রমূখ। সংবর্ধনা অনুষ্ঠানের আলোচনা শেষে অতিথি ও সাংবাদিকদের সাথে নিয়ে সাংবাদিক সমিতি কুলাউড়া উপজেলা ইউনিটের সাধারণ সম্পাদক মোঃ নাজমুল ইসলাম ও যুগ্ম সাধারণ সম্পাদক শরীফ আহমেদ সংবর্ধিত অতিথি মোঃ নাজমুল হোসেনের হাতে সম্মাননা ক্রেষ্ট তুলে দেন।
এবিএন/ময়নুল হক পবন/জসিম/তোহা