![ঝালকাঠিতে জেলা করাত কল মালিক সমিতি’র আলোচনা সভা](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/08/26/korat pic_96884.jpg)
ঝালকাঠি, ২৬ আগস্ট, এবিনিউজ : ঝালকাঠির কাটপট্টি রোডে ঝালকাঠি জেলা করাত কল মালিক সমিতি’র এক আলোচনা সভা জেলা সভাপতি আলহাজ্ব সোহরাব হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এড. খান সাইফুল্লাহ পনির। বক্তব্য রাখেন মোঃ শাহজাহান শিকদার, সাধারন সম্পাদক রুবেল খান, মোঃ জাকের হোসেন, মোঃ সৈয়জউদ্দিন, আঃ হক তালুকদার, মজিবর রহমান, মোঃ হানিফ, শফিউর রহমান মুসা, দেরৈায়ার হোসেন।
২০১২ সালের গেজেট অনুয়ায়ী পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র গ্রহনে বাধ্য বাধকতা না থাকা সত্ত্বেও করাত মালিকদেও কাছ থেকে গেন ছাড়পত্র চাওয়া হয়।
এ সব প্রক্রিয়ায় করাত কল মালিকরা হয়রানরি স্বীকার হয়ে মারাত্মক ক্ষতিগ্রস্থ হয়ে করাত কল বন্ধ করে দিতে বাধ্য হচ্ছে। যার ফলে করাত কল মালিক শ্রমিকরা অনাহাওে অর্ধাহাওে জীবনযাপন করছে। পরিবেশ ও বন মন্ত্রাণলয়ের বিধিমালা ২০১২ এর পরিবেশ ছাড়পত্রের কথা উল্লেখ না থাকলে ও আমাদের জেলা প্রশাসনসহ বনবিভাগ কতৃপক্ষ মালিকদের অহেতুক হয়রানী করিতেছে। লাইসেন্স নবায়ন না হওয়া পর্যন্ত মালিকদেও কোন হয়রানি না করার আহবান জানান সংগঠনের সভাপতি আলহাজ্ব মোঃ সোহরাব হোসেন। বনবিভাগের কর্মকর্তা জিয়াউল হক এ সময় উপস্থিত ছিলেন।
এবিএন/আজমীর হোসেন তালুকদার/জসিম/ইমরান