শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

ঝালকাঠি জেলা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ঝালকাঠি জেলা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ঝালকাঠি, ২৬ আগস্ট, এবিনিউজ : প্রতিবারের ন্যায় মসুলমান ধর্মালম্বীদের অন্যতম উৎসব আসন্ন পবিত্র ঈদ-উল-আয্হা উপলক্ষে এবারেও ঝালকাঠির সার্বিক আইন শৃঙ্খলার ঠিক রাখতে আলোচনা সভা করেছে ঝালকাঠি জেলা পুলিশ। নিবার বেলা ১২ টায় ঝালকাঠি পুলিশ সুপারের সম্মেলন কক্ষে পুলিশ সুপার জোবায়েদুর রহমান সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মত বিনিময় সভায় অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলম, এম এম মাহমুদ হাসান (পিপিএম-সেবা) সহকারী পুলিশ রাজাপুর সার্কেল মো: মোজ্জাম্মেল হোসেন রেজা সহ বাস-লঞ্চের মালিক শ্রমিক নেতৃবৃন্দ, পশু হাটের ইজারাদার, বাজার সমিতির কর্মী ও বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সংবাদকর্মী অংশ গ্রহণে জেলায় শান্তিপূর্ন পরিবেশে ঈদূল আয্হা পালনে লক্ষে এ আলোচনা সভা করা হয়। জেলায় শান্তিপূর্ন পরিবেশে ঈদূল আজহা পালনে এ পূর্ব প্রস্তুতিমূলক সভা করা হয়।

এ সময় পুলিশ সুপার জোবায়েদুর রহমান বলেন, বাস লঞ্চে অতিরিক্ত যাত্রী পরিবহন কোন ভাবেই গ্রহন করা যাবে না। তাছাড়া সন্দেহভাজন কোন যাত্রী বা কিছু পরিবহনের সন্দেহ হলে পুলিশকে তাৎক্ষনিক খবর দিতে বলেন তিনি। কোরবানি গরুর হাটে যাহাতে কোন প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেজন্য প্রতিটি বাজারে আইন শৃঙ্খলা বাহিনী সহ প্রতিটি ব্যবসায়ী ও ক্রেতাদের সহযোগিতা কামনা করেন। পশুর হাটে সুষ্ঠু ব্যবস্থাপনার প্রতিও সংশ্লিষ্ঠদের প্রতি নির্দেশ দেয়া হয়। এছাড়া গবাদি পশুর বর্জ্য অপসারণ ও বাজার পরিচ্ছন্নতার জন্য পৌর সভা সহ এলাকার সকল শ্রেণীর মানুষকে সচেতনতা অবলম্বন করার আহ্বান জানান তিনি।

এবিএন/আজমীর হোসেন তালুকদার/জসিম/ইমরান

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত