বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

নজরুল প্রয়াণ দিবসে এটিএন বাংলার আয়োজন

নজরুল প্রয়াণ দিবসে এটিএন বাংলার আয়োজন

ঢাকা, ২৬ আগস্ট, এবিনিউজ : জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবস উপলক্ষে এটিএন বাংলায় প্রচার হবে দিনব্যাপী বিশেষ অনুষ্ঠানমালা। সকাল ৭.৩০টায় প্রচার হবে চায়ের চুমুকের বিশেষ পর্ব। এ পর্বের অতিথি সঙ্গীতশিল্পী ছন্দা চক্রবর্তী। সকাল ৮.৩০টায় প্রচার হবে আজ সকালের গান এর বিশেষ পর্ব।

সকাল ৯.১৫টায় প্রচার হবে তথ্যচিত্র ‘তুর্যনাদের বাঁশি’, পরিচালনা- আমজাদ কবীর চৌধুরী। বেলা ৩.১৫টায় প্রচার হবে শিশুতোষ অনুষ্ঠান ‘ছোটদের নজরুল’ পরিচালনা- কাজলী আহমেদ। বেলা ৩.৪৫টায় প্রচার হবে শিশুতোষ অনুষ্ঠান ‘স্মৃতিতে নজরুল’ পরিচালনা- আমরা করবো জয় টিম। বিকাল ৫.২০টায় প্রচার হবে গীতি নৃত্যনাট্য ‘আমারে দেবোনা ভুলিতে’ পরিচালনা- নাহিদ রহমান। রাত ৮টায় প্রচার হবে নৃত্যানুষ্ঠান ‘ভালোবাসো মোর গান’ পরিচালনা- নাহিদ রহমান।

রাত ৮.৪৫টায় প্রচার হবে নাটক ‘শিউলীমালা’ নাট্যরূপ- মোবাশ্বেরা খানম, পরিচালনা- সাইদুল আনাম টুটুল। রাত ১০.৫৫টায় প্রচার হবে বিশেষ অনুষ্ঠান ‘যদি আর বাঁশি না বাজে’ উপস্থাপনা- মোঃ জেহাদ উদ্দিন, পরিচালনা- ফয়সাল মাহমুদ।

এ অনুষ্ঠানে অংশগ্রহন করেছেন অর্থমন্ত্রী, লেখক ও সাহিত্যবিশারদ আবুল মাল আবদুল মুহিত। অনুষ্ঠানে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সিলেট অধ্যায়ের স্মৃতিচারণ করেছেন তিনি। পাশাপাশি নজরুল জীবনের নানা দিকও তিনি তুলে ধরেছেন এ আলোচনায়।

অনুষ্ঠানে নজরুল জীবনী নিয়ে আলোচনা ছাড়াও থাকবে নজরুল সঙ্গীত। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেছেন খায়রুল আনাম শাকিল, ইয়াসমীন মুশতারী, ছন্দা চক্রবর্তী এবং ইয়াকুব আলী খান। নজরুল প্রয়াণ দিবসের বিশেষ অনুষ্ঠানমালায় থাকুন এটিএন বাংলার সাথে।

এবিএন/রাজ্জাক/জসিম/এআর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত