বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • কুলাউড়ায় একটি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগে জৈষ্ট্যতা লংঘন
রিট আবেদনের রায় কার্যকর করতে শিক্ষা বোর্ডকে হাইকোর্টের নির্দেশ

কুলাউড়ায় একটি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগে জৈষ্ট্যতা লংঘন

কুলাউড়ায় একটি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগে জৈষ্ট্যতা লংঘন

কুলাউড়া, ২৭ আগস্ট, এবিনিউজ : কুলাউড়ার ইউসুফ গনী আদর্শ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ পদে জৈষ্ট্যতা লংঘন করে জুনিয়র প্রভাষককে দায়িত্ব প্রদান করার ঘটনায় সিনিয়র সহকারী অধ্যাপককে দায়িত্ব প্রদানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে নির্দেশ প্রদান করেছেন হাইকোর্ট। ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রভাষক শাহ আলম সরকারকে নিয়ম বহির্ভূত প্রক্রিয়ায় দায়িত্ব প্রদান করায় এ বিষয়ে প্রতিকার চেয়ে মহামান্য হাইকোর্টে রিট পিটিশন দায়ের করেন অত্র কলেজের সিনিয়র সহকারী অধ্যাপক মো:আব্দুর নূর। রিটের প্রেক্ষিতে হাইকোর্ট ৬০ কার্যদিবসের মধ্যে বিষয়টির নিষ্পত্তির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে নির্দেশ প্রদান করেছেন । হাইকোর্টের নির্দেশের প্রেক্ষিতে আগামী সোমবার ২৮ আগষ্ট সিলেট শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ বিষয়টি তদন্তের দিন ধার্য করেছেন।

হাইকোর্টে রিটকারী সিনিয়র সহকারী অধ্যাপক মো:আব্দুর নূর জানান, ইউসূফ গনী আদর্শ কলেজের অধ্যক্ষ জগদিন্দু ধর ২০১৫ সালে অবসর গ্রহনের পর কলেজ গভর্নিং বডি সিনিয়রিটি লংঘন করে কলেজের অধিক জুনিয়র প্রভাষক শাহ আলম সরকারকে অবৈধভাবে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব প্রদান করেন। যা বেসরকারী শিক্ষা প্রতিষ্টান নীতিমালার সুষ্পষ্ট লংঘন। এতে কলেজের সর্বোচ্চ জ্যৈষ্ট হওয়ার পরও তাকে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। তাই ন্যায় বিচার চেয়ে মহামান্য হাইকোর্টে তিনি রিট পিটিশন দায়ের করেন। রিটের প্রেক্ষিতে গত ৯ জুলাই বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও বিচারপতি মো:ইকবাল কবির এর যৌথ বেঞ্চ রিটকারীর পক্ষে আগামী ৬০ কার্য দিবসের মধ্যে বিধি মোতাবেক ব্যবস্থা নিতে সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে নির্দেশ প্রদান করেন।

এব্যাপারে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহ আলম সরকার হাইকোর্টের রিটের বিষয়টি স্বীকার করে বলেন,বোর্ড কর্তৃপক্ষ ২৮ আগষ্ট সোমবার এ বিষয়ে তদন্তের জন্য সিলেট শিক্ষা বোর্ডে চেয়ারম্যান স্বাক্ষরিত পত্রটি পেয়েছি।

এব্যাপারে সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান গোলাম কিবরিয়া মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি বলেন, হাইকোর্টের রিটের প্রেক্ষিতে নির্দেশ অনুযায়ী কলেজ পরিদর্শককে তদন্তের জন্য দায়িত্ব প্রদান করা হয়েছে।

এবিএন/ ময়নুল হক পবন/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত