
রাজবাড়ী, ২৭ আগস্ট, এবিনিউজ : বাংলাদেশ আওয়ামী প্রতিবন্ধী লিগের উদ্যোগে, এবং জাতীয় তৃনমূল প্রতিবন্ধী সংস্থার সহযোগীতায় রাজবাড়ীর গোদারবাজার এলাকার বন্যার্ত ১২০ জন প্রতিবন্ধীদের মাঝে ত্রাণ বিতরন করা হয়।
২৬ আগস্ট শনিবার ধুঞ্চি গোদারবাজার সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এনজিডিও-র সহযোগিতায় ত্রাণ বিতরণ করা হয়।
এসময় সেখানে উপস্থিত ছিলেন, জাতীয় প্রতিবন্ধী লিগের সভাপতি সোহেল শেখ, সাধারণ সম্পাদক বশির আল হোসাইন, সাংগঠনিক সম্পাদক আব্দুল হাই মন্ডল, ক্রীড়া সম্পাদক আব্দুল হালিম সরদার হাসান, রত্না সুলতানা মিডিয়া সম্পাদক, আরিফুল ইসলাম সাংস্কৃতিক সম্পাদক, রাজবাড়ী প্রতিবন্ধী কলাণ সঙস্থার সভাপতি ম্মতাজ উদ্দিন সহ ক্রাইম রিচার্জ এন্ড এন্যালাইসিস ফাউন্ডেশের কর্মকর্তা কর্মচারী বৃন্দ।
এবিএন/খন্দকার রবিউল ইসলাম/জসিম/নির্ঝর