শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

মুন্সীগঞ্জ পদ্মায় পাড়ী দিচ্ছে লক্ষ লক্ষ গরু

মুন্সীগঞ্জ পদ্মায় পাড়ী দিচ্ছে লক্ষ লক্ষ গরু

মুন্সিগঞ্জ, ২৭ আগস্ট, এবিনিউজ : মুন্সীগঞ্জ পদ্মা নদী দিয়ে লক্ষ লক্ষ গরু আসছে । এসব গরু রাজশাহী,চাপাইনবাবগঞ্জ,নাটর ,পাবনা, কুষ্টিয়,যশোহর,খুলনা,ফরিদপুর,শরিয়তপুর ,মাদারীপুর, সহ আশেপাশে একাধিক জেলা হতে আসে রাজধানী ঢাকা নারায়নগঞ্জ,ও মুন্সীগঞ্জ সহ অনেক স্থানেই বিক্রির জন্য। শুক্রবার সকাল হতেই দেখা যায় এসব গরু ইঞ্জিন চালিত ট্রলার দিয়ে নিরাপদ গরুর হাটে আনার জন্য পারি জমাচ্ছে।

রাস্তায় কোন রকম চাদাঁবাজী, জোর করে কোন হাটে গরুর ট্রলার আটকানো এবিষয় মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপারের কঠোর হুসিয়ারিতে এখন পর্যন্ত কোন রকম জবর দখললের খবর পাওয়া যায় নাই।মুন্সীঘঞ্জ জেলা ঢাকা অতিনিকটে এবং টার্নজিট জেলাহিসেবে চিহিœত। এবারের ঈদ সবার সুন্দর হউক সর্বত্র এই বিষয় আলোচিত। মুন্সীগঞ্জ জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপার একযোগে কাজ করে যাচ্ছেন। দফায় দফায় চলছে আইন সৃংখলা কমিটির মিটিং ও নদী পথে অধীক নৌ-পুলিশের সার্বক্ষনিক টহলের ব্যাবস্থা। হাটের নিরাপত্তার বিষয় আইনসৃংখলা বাহিনীর পাশাপাশী গরুর হাট কমিটির লোকজন কাজ করে যাচ্ছে বলেও মুক্তারপুর বিসিক বালুর মাঠ অস্থায়ী গরুর হাট কমিটির ইজারাদার হাজী মোঃ গোলাম কিবরিয়া জানান ।

এদিকে মুন্সীগঞ্জ জেলার প্রাচিন গরুর হাট মুন্সীরহাট প্রায় মৃত। সপ্তাহে একদিন গরুর হাট বসলেও এখন আর এই হাটের ভরসা নাই। মুন্সীগঞ্জ জেলার অন্যতম পুরানো এই মুন্সীরহাট সময়ের তালে তালে তার ঐতিয্য হারিয়ে ফেলেছে। মুন্সীগঞ্জ জেলার সবচে বড় অস্থায়ী হাট বালিগাও গরুর হাট। বালিগাও হাট সাজানো প্রায় শেষ ,যদিও পানির ¯্রােত একটু বাড়লেই নির্দিষ্ট জায়গায় গরুর হাট থাকাটা খুবই সমস্যায় পড়তে হবে । বর্ষা ও বন্যার পানি ছুই ছুই অবস্থায় আছে।মুন্সীগঞ্জ জেলা সদরে ৪টি ঈদ গরুর হাট সহ ৬ থানায় মোট ৩২টি হাট বসার অবস্থ্ান প্রায় নিশ্চিত রহিয়াছে বলে জেলা প্রশাসক কার্যালয় নিশ্চিত করেছেন।

এবিএন/আতিকুর রহমান টিপু/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত