বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • শ্রীমঙ্গলের শিক্ষক ফয়সল এমঅাইই এক্সপার্ট নির্বাচিত

শ্রীমঙ্গলের শিক্ষক ফয়সল এমঅাইই এক্সপার্ট নির্বাচিত

শ্রীমঙ্গলের  শিক্ষক ফয়সল এমঅাইই এক্সপার্ট নির্বাচিত

শ্রীমঙ্গল, ২৭ আগস্ট, এবিনিউজ : শ্রীমঙ্গলের বিটিআরআই উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. ফয়সল আহমেদ মাইক্রোসফট ইনোভেটিভ এডুকেটর ( এমআইই)এক্সপার্ট হিসেবে নির্বাচিত হয়েছেন।

এর মাধ্যমে তিনি শিক্ষায় প্রযুক্তি প্রয়োগের ক্ষেত্রে বৈশ্বিক প্রেক্ষাপটে নেতৃস্থানীয় হিসেবে স্বীকৃতি পেলেন। গত ২৫ অাগস্ট তিনি মাইক্রোসফট ইনোভেটিভ এডুকেটর এমআইই এক্সপার্ট হিসেবে ভূষিত হয়ে সারা বিশ্বব্যাপী ৬৭০০ (সারা বাংলাদেশ থেকে ৬৮ জন)জনেরও বেশি এমআইই এক্সপার্ট শিক্ষকগনের দলভুক্ত হলেন।

প্রতি বছর মাইক্রোসফট বিশ্বব্যাপী প্রযুক্তির মাধ্যমে শিক্ষার্থীদের পাঠদান ও মানোন্নয়নে নিবেদিতপ্রাণ শিক্ষকগণকে নির্বাচিত করে থাকে। নির্বাচিত এমআইই এক্সপার্ট শিক্ষকগণ নিজেদের মধ্যে ধ্যান ধারণা বিনিময় করতে পারেন, শিক্ষায় নতুন পথ নির্দেশ করতে পারেন এবং বিশ্ব-সম্প্রদায়ের সদস্য হিসেবে একে অন্যের কাছ থেকে শিখতে পারেন।

উল্লেখ্য মো. ফয়সল আহমেদ ইতিমধ্যে শিক্ষকদের ডিজিটাল প্লাটফরম শিক্ষক বাতায়নের সপ্তাহের সেরা কন্টেন্ট নির্মাতা শিক্ষক হিসেবে প্রধানমন্ত্রীর কার্যালয় এটুআই থেকে স্বীকৃতি-প্রাপ্ত এবং সংবর্ধিত হয়েছেন। তিনি মৌলভীবাজার জেলার ডিজিটাল কন্টেন্ট ডেভেলপমেন্টের মাস্টার ট্রেইনার হিসবে দায়িত্বপ্রাপ্ত। এবং ইতিপূর্বে দেশব্যাপী মাল্টিমিডিয়া কন্টেন্ট প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে ৬ষ্ঠ স্থান ও মৌলভীবাজার জেলার মধ্যে প্রথম স্থান অধিকার করেছেন।

এবিএন/অাতাউর রহমান কাজল/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত