শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

মাদারীপুরে এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

মাদারীপুরে এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

মাদারীপুর, ২৭ আগস্ট, এবিনিউজ : মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের সৈদারবালী এলাকায় গতকাল শনিবার বিকাল আনুমানিক ৫ টায় গোপন সংবাদের ভিতিত্বে জেলা গোয়েন্দা(ডিবি) শাখার এস আই শরীফ আঃ রশিদের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ একটি দল অভিযান চালিয়ে মোঃ রাজীব (২৭) মুন্সী নামে এক ব্যাক্তিকে ২৫ পিচ ইয়াবাসহ গ্রেফতার করেন। পুলিশ ও স্থানীয় সুত্রে জানাযায় গোপন সংবাদের ভিতিত্বে ডিবি পুলিশ ঝাউদি ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের সৈদারবালী এলাকার মোঃ দেলোয়ার মুন্সীর ছেলে মোঃ রাজীব মুন্সী(২৭)কে চ্যালেঞ্জ করে তাহার দেহ তল্লাশি করে ২৫ পিচ ইয়াবাসহ গ্রেফতার করেন।

এবিষয়ে ডিবির এস আই শরীফ আঃ রশীদ যানান জিঞ্জাসাবাদে ধৃত মোঃ রাজীব মুন্সী(২৭) নিজে উক্ত মাদক ব্যবসায়ের সাথে জরিত বলে স্বীকার করে। এ ব্যাপারে মাদারীপুর জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ শুকদেব সত্যতা স্বীকার বলেন মাদারীপুর জেলা কে মাদক মুক্ত না করা পর্যন্ত ডিবি পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে। এ ঘটনায় মাদারীপুর সদর মডেল থানায় মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়। সদর থানা মামলা নং-৫১।

এবিএন/সাব্বির হোসাইন আজিজ/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত