সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২
logo
  • হোম
  • সারাদেশ
  • বন্যা দুর্গত ৫০০ পরিবারের মাঝে পথিকৃৎ-এর ত্রাণ বিতরণ

বন্যা দুর্গত ৫০০ পরিবারের মাঝে পথিকৃৎ-এর ত্রাণ বিতরণ

বন্যা দুর্গত ৫০০ পরিবারের মাঝে পথিকৃৎ-এর ত্রাণ বিতরণ

ঢাকা, ২৭ আগস্ট, এবিনিউজ : ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্থ দুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছে রাজধানীর নীলক্ষেতে গড়ে ওঠা ‘পথিকৃৎ’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় যমুনায় ভেসে যাওয়া বানবাসী ৫০০ পরিবারের হাতে চাল, ডাল, তেল, চিড়া, গুড়, বিস্কুট ও খাবার স্যালাইনসহ বিভিন্ন খাদ্য দ্রব্যের প্যাকেট বিতরণ করে সংগঠনটির নেতাকর্মীরা। এ সময় সংগঠনের সভাপতি ফোরকান আহম্মেদ ভূইয়ার উপস্থিতিতে সংগঠনের সহ সভাপতি হামিদ, সাগর বিপি, সাধারণ সম্পাদক সামসুদ্দৌহা পিংকু, অভিক দেবনাথ, সোহেল খান, আরাফাত রনি, সহিদুল ইসলাম, সারমিন শিউলি নেহাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এর আগে সংগঠনের নেতাকর্মীরা নীলক্ষেতস্থ বেশ কয়েকটি মোড়ে কয়েক সপ্তাহ ধরে টাকা তোলে। সেই টাকা দিয়েই ঈদ আনন্দ ভেসে যাওয়া মানুষের জন্য খাদ্য কিনে বিতরণ করা হয়। উল্লেখ্য, সমস্যাগ্রস্থ ও অসহায় মানুষের জন্য কাজ করাই পথিকৃৎ-এর লক্ষ্য ও উদ্দেশ্য। সাধ ও সাধ্যের সঙ্গে তাল মিলিয়ে দীর্ঘদিন ধরে এ দায়িত্ব পালন করে যাচ্ছে ছাত্র ও ব্যাবসায়ীদের সমন্বয়ে গড়া এই সংগঠন।

এবিএন/মো. হামিদ/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত