শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

ঝালকাঠিতে ঈদ-উল-আজহা ও বর্জ্য অপসারণে সভা

ঝালকাঠিতে ঈদ-উল-আজহা ও বর্জ্য অপসারণে সভা

ঝালকাঠি, ২৭ আগস্ট, এবিনিউজ : পবিত্র ঈদ-উল-আজহা সুষ্ঠু ও সুন্দরভাবে উদযাপন এবং কোরবানির পর বর্জ্য অপসারণসহ পরিবেশ দূষণমুক্ত রাখার লক্ষ্যে গতকাল শনিবার রাতে ঝালকাঠিতে এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়।

ঝালকাঠি পৌরসভার মেয়র শহর আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব মোঃ লিয়াকত আলী তালুকদারের সভপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা পরিষদ চেয়ারম্যান জেলা আ’লীগ সভাপতি সরদার মোঃ শাহ আলম।

বিশেষ অতিথি ছিলেন, জেলা আ’লীগ সাধারণ সম্পাদক জননেতা আলহাজ্ব এড. খান সাইফুল্লাহ পনির।

সভায় অন্যান্যের মধ্যে ঝালকাঠি পৌরসভার প্যানেল মেয়র মাহাবুবুজ্জামান স্বপন, পৌরকাউন্সিলর জেলা আ’লীগ সাংগঠনিক সম্পাদক তরুন কুমার কর্মকার, রফিক হাওলাদার, রেজাউল করিম জাকির, চেম্বার সভাপতি শহর আ’লীগ সাঃসম্পাদক মাহাবুব হোসেন, ইসলামীয়া সিনিয়র মাদ্রাসার সুপার আ. রশিদ, ব্যবসায়ী আঃ হালিম তালুকদার ও মো. টিটু উপস্থিত ছিলেন।

সভায় মুসলিম ধর্মাবলম্বিদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান পবিত্র ঈদ-উল-আজহা যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানে বিভিন্ন কার্যক্রম হাতে নেয়া হয়েছে।

এ লক্ষ্যে ঈদ-উল-আজহা’র নামাজের জন্য জেলার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানকে প্রয়োজনীয় প্রস্তুতকরণের সিদ্ধান্ত নিয়েছে।

তবে পরিবেশ দূষণমুক্ত রাখাতে সর্বস্তরের পৌরবাসীকে সজাগ থেকে সাবির্ক সহযোগীতা করার জন্য আহবান জানানো হয়েছে।

এবিএন/আজমীর/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত